পাতা:ফুলের মালা.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫ ফুলের মালা । SAASAASAASAASAASASAS SSAS SSASAS SS SAAAAAA AAAASASASS - রাজধানীতে আজ অস্ত্রোৎসব । চন্দ্ৰাতপাবরিত সুসজ্জিভ দুর্গ-প্রান্তর লোকে পরিপূর্ণ। বঙ্গেশ্বর আলিয়াস সাহ এখন জীবিত নাই, তৎপুত্র সুলতান সেকদর সাহ উচ্চ মঞ্চোপরি ফুলময় স্তম্ভবেষ্টিত একটি মণ্ডল মধ্যে সৰ্ব্বোচ্চ সিংহাসনে বসিয়া আছেন। চতুস্পার্শ্বে বঙ্গের নানা স্থান হইতে সমাগত নিমন্ত্রিত রাজা, জমিদার, সামন্তবর্গ, এবং সভাসদগণ পদমর্যাদা অনুসারে উপবিষ্ট। অদূরে মল্লযুদ্ধের চীৎকার, ভরবারি যুদ্ধের ঝনঝন, দশকবৃন্দের সোৎস্নক উল্লাসখানি, প্রান্তর কঁপাইয়া ভুলিয়াছে। দুর্গের চতুর্দিকে নানারূপ সুশোভিত বিপণি । কোথাও খাদ্যের রাশি, কোথাও ফুলের বাহার, কোথাও চারু শিল্প সৌন্দৰ্য্য, কোথাও অস্ত্রের চাকচিক্য। অনেক রকমের ব্যবসাদারই আজ লাভের আশায় দুর্গে জড় হইয়াছে, অদৃষ্টের ব্যবসাদারই বা এ সুযোগ ছাড়িবে কেন ? তাহীরাও দোকানপাট সাজাইয়া বসিয়াছে, অনেকে তাহাদের কাছে গিয়া ঘরের পরসা দিয়া দুঃখ কিনিয়া লইয়া গৃহে যাইতেছেন। এইরূপ একটি দোকানে কিছু বিশেয ভিড়। নামের জোরে ক্রেতার উপর ক্রেতা আসিরা জুটিতেছে, বিক্রেতা এক তাহাদিগের সকলের আকাঙ্গ পূর্ণ করিয়া উঠিতে পারিতেছেন না। তাহার প্রাণ ওষ্ঠ্যগত হইয়া উঠিয়াছে, তিনি লাভের চরণে গড় করিয়া পলায়নের উদ্যোগ করিতেছেন, এমন সময় সহস একটি স্বন্দরী আসিয়া তাহার হাতটি দেখিবার জন্ত অনুরোধ করিলেন। সৌন্দর্য্যের অম্বুরোধ বড় অনুরোধ ! গণকঠাকুর তাহা অগ্রাহ করিতে পারিলেন না, সুন্দরীর বাম হাতটি হাতে ধরিয়া এক দৃষ্ট্রে তাহার মুখের দিকে চাহিয়৷ সেই