পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চভদশেখর শৈবলিনী মৃদু মৃদ্ধ গীত গায়িতে লাগিল—উঠিল ন। চন্দ্রশেখর স্থির দৃষ্টিতে তাহার নয়নের প্রতি নয়ন স্থাপিত করিয়। ধীরে ধীরে গঙুষ গঙুষ করিয়া এক পাত্র হইতে ঔষধ খাওয়াইতে লাগিলেন । রমানন্দ স্বামী বলিয়াছিলেন, “ঔষপ আর কিছু নহে, কমণ্ডলুস্থিত জলমাত্র ” চন্দ্রশেখর জিজ্ঞাসা করিয়াছিলেন, “ইহাতে কি হইবে ?” স্বামী বলিয়াছিলেন, “কন্যা ইহাতে যোগবল পাইবে ।” তখন চন্দ্রশেখর তাহার ললাট, চক্ষু প্রভৃতির নিকট নানা প্রকার বক্রগতিতে হস্ত-সঞ্চালন করিয়৷ ঝাড়াইতে লাগিলেন । এইরূপ কিছুক্ষণ করিতে করিতে শৈবলিনীর চক্ষু বুজিয়া আসিল, অচিরাৎ শৈবলিনী ঢুলিয়া পড়িল—ঘোর নিদ্রাভিভূত হুইল । তখন চন্দ্রশেখর ডাকিলেন, “শৈবলিনি !” শৈবলিনী নিদ্রাবস্থায় বলিল, “আন্দ্রে !” চন্দ্রশেখর বলিলেন, “আমি কে ?” শৈবলিনী পূৰ্ব্ববৎ নিদ্রিতী—কহিল, “আমার স্বামী ।” চ । তুমি কে ? শৈ । শৈবলিনী । চ। এ কোন স্থান ? শৈ । বেদগ্ৰাম—আপনার গৃহ । চ । বাহিরে কে কে আছে ? শৈ । প্রতাপ ও সুন্দরী এবং অন্যান্য ব্যক্তি । চ । তুমি এখান হষ্টতে গিয়াছিলে কেন ? শৈ । ফষ্টর সাহেব লষ্ট। গিয়াছিল বলিয়া । চ । এ সকল কথ। এতদিন তোমার মনে পড়ে নাই কেন ? শৈ। মনে ছিল--ঠিক করির বলিতে পারিতে ছিলাম না । চ । কেন ? শৈ । আমি পাগল হইয়াছি । চ। সত্য সত্য, না কাপট্য আছে ? শৈ। সত্য সত্য, কাপট্য নাই । চ। তবে এখন ? শৈ। এখন এ যে স্বপ্ন--আপনার গুণে জ্ঞান লাভ করিয়াছি । চ। তবে সত্য কথা বলিবে ? শৈ। বলিব । চ। তুমি ফক্টরের সঙ্গে গেলে কেন ? শৈ। প্রতাপের জন্য । ৩দু-১৮ ○(t চন্দ্রশেখর চমকিয় উঠিলেন—সহস্ৰচক্ষে বিগত ঘটন সকল পুনর্দৃষ্টি করিতে লাগিলেন । জিজ্ঞাসা । করিলেন, “প্রতাপ কি তোমার জার ?” শৈ। ছি ! ছি ! চ । তবে কি ? শৈ । এক বোটায় আমির দুইটি ফুল, এক বনমধ্যে ফুটিয়াছিলাম, - ছিড়িয়া পৃথক্ করিয়াছিলেন কেন ? চন্দ্রশেখর অতি দীর্ঘনিশ্বাস ত্যাগ করিলেন । তাহার অপরিসীম বুদ্ধিতে কিছু লুক্কায়িত রহিল না। জিজ্ঞাস করিলেন, “যে দিন প্রতাপ মেচ্ছের নৌক৷ হইতে পলাইল, সে দিনে গঙ্গায় সাতার মনে পড়ে ?” শৈ : পড়ে । চ । কি কি কথা হইয়াছিল ? শৈবলিনী সংক্ষেপে আনুপূৰ্ব্বিক বলিল শুনিয়া চন্দ্রশেখর মনে মনে প্রতাপকে অনেক সাধুবাদ করি লেন। জিজ্ঞাস করিলেন, “তবে তুমি সক্টরের সঙ্গে বাস করিলে কেন ?” শৈ। বাসমাত্র । যদি পুরন্দরপুরে গেলে প্রতাপকে পাই, এই ভরসায় । চ । বাসমাত্র—তবে কি তুমি সাধবী ? শৈ । প্রতাপকে মনে মনে আত্মসমর্পণ করিয়াছিলাম—এ জন্য আমি সাধবী নহি—মহা পাপিষ্ঠ । ঢ । নচেৎ ? শৈ। নচেৎ সম্পূর্ণ সতী । চ। ফষ্টর সম্বন্ধে ? শৈ । কায়মনোবাক্যে । চন্দ্রশেখর খর থর দৃষ্টি করিয়া,হস্ত সঞ্চালন করিয়া কহিলেন, “সত্য বল !" নিদ্রিত যুবতী ভ্র কুঞ্চিত করিল, বলিল,—“সত্যই বলিয়াছি।” চন্দ্রশেখর আবার নিশ্বাস ত্যাগ করিলেন, বলিলেন, “তবে ব্রাহ্মণকন্যা হইয়। জাতিভ্রষ্ট হইতে গেলে কেন ?” শৈ। আপনি সৰ্ব্বশাস্ত্রদর্শী । বলুন, আমি জাতিভ্রষ্ট কি না ? আমি তাহার অন্ন খাই নাই-- তাহার স্পৃষ্ট জলও খাই নাই। প্রত্যহ স্বহস্তে পাক করিয়া খাইয়াছি ! হিন্দু পরিচারিকায় আয়োজন করিয়া দিয়াছে। এক নৌকায় বাস করিয়াছি বটে—কিন্তু গঙ্গার উপর । চন্দ্রশেখর অধোবদন হইয়া বসিলেন ;–অনেক ভাবিলেন—বলিতে লাগিলেন, “হায় ! হায় ! কি কুকৰ্ম্ম করিয়াছি—ীহত্যা করিতে বসিয়াছিলাম ?”