পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রশেখর 'ა® সকল কাৰ্য্য করিলেন । সাম্রাহ্নকালে আপনার অধীত, অধ্যয়নীয়, শোণিততুল্য প্রিয় গ্রন্থগুলি সকল একে একে আনিয়া একত্র করিলেন । একে একে প্রাঙ্গণমধ্যে সাজাইলেন—সাজাইতে সাজাইতে এক একবার কোনখানি খুলিলেন—আবার না পড়িয়াই তাহ বাধিলেন ; সকলগুলি প্রাঙ্গণে রাশীকৃত করিয়৷ সাজাইলেন । সাজাইয়া তাহাতে অগ্নি প্রদান করিলেন । অগ্নি জলিল । পুরাণ, ইতিহাস, কাব্য, অলঙ্কার, ব্যাকরণ ক্রমে ক্রমে সকলই ধরিয়া উঠিল মনু,

যাজ্ঞবল্ক্য, পরাশর প্রভৃতি স্মৃতি ; দ্যায়, বেদাঙ্ক, সাংখ্য প্রভৃতি দর্শন ; কল্পস্বত্র, আরণ্যক, উপনিষদ একে একে সকলই অগ্নিস্পৃষ্ট হইয়া জলিতে লাগিল । বহুত্বসংগৃহীত, বহুকাল হইতে অধীত, সেই অমূল্য গ্ৰন্থরাশি ভস্মাবশেষ হইয় গেল । রালি এক প্রহরে গ্রন্থদাহ সমাপন করিয়া, চন্দ্রশেখর উত্তরীয়মাত্র গ্রহণ করিয়া, ভদ্রাসন ত্যাগ করিয়া গেলেন । কোথায় গেলেন, কেহ জানিল না —কেহ জিজ্ঞাস করিল না ।