পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$షి .. মুগ্ধাবস্থায় মানসচক্ষে দেখিলেন, সহসা রোহিণী মূৰ্ত্তি অন্ধকারে মিলাইয়া গেল। তখন দিগন্ত ক্রমশঃ প্রভাসিত করিয়া জোতিৰ্ম্ময়ী ভ্রমরমূৰ্ত্তি সম্মুখে উদিত इ३ण । ভ্রমরমূৰ্ত্তি বলিল, “মরিবে কেন ? মরিও না । আমাকে হারাইয়াছ, তাই মরিবে ? আমার অপেক্ষাও প্রিয় কেহ আছেন । রাচিলে তাহাকে পাইবে ।" _ গোবিন্দলাল সে রাত্রে মূৰ্ছিত অবস্থায় সেইখানে পড়িয়া রহিলেন । প্রভাতে সন্ধান পাইয়া তাহার বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী লোকজন তাহাকে তুলিয়া গৃহে লইয়। গেল। র্তাহার দুরবস্থা দেখিয়া মাধবীনাথেরও দয়া হইল ; সকলে মিলিয়। তাহার চিকিৎসা করাইলেন । দুই তিন মাসে গোবিন্দলাল প্রকৃতিস্থ হইলেন । সকলেই প্রত্যাশা করিতে লাগিলেন যে, তিনি এক্ষণে গৃহে বাস করিবেন । কিন্তু গোবিন্দলাল তাহা করিলেন না। এক রাত্রি তিনি কাহাকে কিছু না বলিয়। কোথায় চলিয়া গেলেন । কেহ আর তাহার কোন সংবাদ পাইল না । সাত বৎসরের পর তাহার শ্রাদ্ধ হইল ।