পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সীতারাম চন্দ্রচূড় দ্রুত আসিয়, সেই বারুদমাখা মহাপুরুষকে আলিঙ্গন করিলেন ; বারুদমাখ পুরুষও তাহার পদধূলি গ্রহণ করিলেন। চন্দ্রচূড় বলিলেন, “সমর দেখিয়! আমি জানিয়াছি, তুমি আসিয়াছ । মনুষ্যলোকে তুমি ভিন্ন এ অব্যর্থ সন্ধান তার কাহারও নাই । এখন অন্য কথার আগে গঙ্গারামকে বধিয়া আনিতে আজ্ঞ দাও ” সীতারাম সেই আজ্ঞা দিলেন । গঙ্গারাম সীতারামকে দেখি সরিয়া পড়িতেছিল, কিন্তু শীঘ্র श्रृंड হইয়া সীতারামের আজ্ঞাক্ৰমে কারাবদ্ধ হইল । ষোড়শ পরিচ্ছেদ সী তারাম তখন সিপাহাদিগকে দুর্গপ্রাকারস্থিত তোপসকলর নিকট এবং অন্যান্য উপযুক্ত স্থানে অবস্থিত করশ্ন এবং মৃন্ময়ের সম্বন্ধে সংবাদ আনিবার জন্য লোক পাঠাষ্টর স্বপ্ন স্নানক্তিকে গমন করিলেন । স্নানাহিকের পর চন্দ্রচূড় ঠাকুরের সঙ্গে নিভৃতে কথোপকথন করিতে লাগিলেন । চন্দ্রচূড় বলিলেন, “মহারাজ ! আপনি কখন আসিয়াছেল. আমর। কিছুই নিতে পারি নাই । একই ব! কেন তাসিলেন ? আপনার অনুচরবগষ্ট প। কোথায় ? পথে কোন বিপদ ঘটে নাই ত ?" সী সদাদিগকে পথে রাখিয়। আমি এক আগে ত্যাসিয়াছি । আমার অবর্তমানে নগরের BBB BBBS BB BSB BB BB BBBB BBS পত্রিকালে অনিয়াচিলাম । দখিলাম, নগর সম্পূর্ণরূপে অরক্ষি ত । কেন, তাত এখন কতক কতক বুঝিয়াছি । পরে দুর্গমপ্যে প্রবেশ করিতে গিল্প। দেখিলাম, ফটক বন্ধ । দুর্গে প্রবেশ না করিয়া, প্রভাত নিকট দেখিয়। নদীতীরে গির। দেখিলাম, মুসলমানসেন নৌকায় পার হইতেছে । দুগরক্ষকের রক্ষার কোন উদ্যোগই করিতেছে না, দেখিয় আপনার যাহা সাধ), তাহা করিলাম । চন্দ্র । যাহা করিয়াছেন, তাহা আপনারই সাধা, অপরের নহে । এত গোল বারুদ পাইলেন কোথা ? সীতা । এক দেবী সহায় হইয়া আমাকে গোলাবারুদ এবং গোলন্দাজ আনিয়া দিয়াছিলেন । চন্দ্র । দেবী ? আমিও তাহার দর্শন পাইয়াছিলাম। তিনি এই পুরীর রাজলক্ষ্মী । তিনি কোথায় গেলেন ? 8S সীতা । তিনি আমাকে গোল, বারুদ এবং গোলন্দাজ দিয়। অন্তৰ্দ্ধান হইয়াছেন। এক্ষণে এ কয় মাসের সংবাদ তামাকে অনুন । তখন চন্দ্রচূড় সকল বৃত্তান্ত, যতদূর তিনি জানিতেন, আন্তপূরিক বিবৃত করিলেন । শেষে বলি । লেন, “এক্ষণে যে জন্য দিল্লী গিয়াছিলেন তাহার স্থসিদ্ধির সংবাদ বলুন | সীতা । কার্যসিদ্ধি হইয়াছে । বাদশাহের আমি কোন উপকার করিতে পারিয়াছিলাম, তাহাতে তিনি আমার উপর সন্তুষ্ট ইষ্টয়া, দ্বাদশ ভৌমিকের উপর আধিপ তা প্রদান করিয়া, মহারাজাপিরাজ নাম দিয়। সনন্দ দিয়াছেন । এক্ষণে বড় দুর্ভাগ্যের বিষয় যে, ফৌজদারের সঙ্গেই বিরোপ উপস্থিত হইয়াছে । কেন না, ফৌজদার . সুবাদারের অধীন এবং সুবাদার বাদশাহের অধীন । অতএব ফৌজদারের সঙ্গে বিরোধ করিলে বাদশাহের সঙ্গেই বিরোপ করা হইল । ধিনি আমাকে এতদূর অতৃগৃহীত করিয়াছেন, তাহার বিরুদ্ধে অস্ত্ৰধারণ কর নিতাস্ত কুতল্পের কাজ । আত্মরক্ষ সকলেরষ্ট কৰ্ত্তব্য । কিন্তু আত্মরক্ষার জন্য ভিন্ন ফৌজদারের সঙ্গে যুদ্ধ করা আমার অকৰ্ত্তব্য । অতএব এ বিরোধে আমার বড় দূরদৃষ্ট বিবেচন৷ করি । চন্দ্র । ইহা আমাদিগের শুভদৃষ্ট ;-হিন্দু মাত্রেরই শুভ দৃষ্ট ; কেন না, আপনি মুসলমানের প্রতি সম্প্রীত হইল, মুসলমান হইতে হিন্দুকে রক্ষা করিবে কে ? হিন্দুধৰ্ম্ম আর দাড়াইবে কোথায় ? ইহা আপনারও শুভদৃষ্ট, কেন না, যে হিন্দুধৰ্ম্মের পুনরুদ্ধার করিধে, সেই মৎস্যমধ্যে কৃতী ও সৌভাগ্যশালী। সীতা । মৃন্ময়ের সংবাদ ন পাইলে, কি কৰ্ত্তব্য কিছুই বল স্বাক্স না । সন্ধারি পর মৃন্ময়ের সংবাদ আসিল । পীরবক্স খ। নামে ফৌজদারী সেনাপতি অৰ্দ্ধেক ফৌজদারী সৈন্য লইয়! ত্যাসিতেছিলেন, আৰ্দ্ধেক পথে মৃন্ময়ের সঙ্গে তাঙ্গর সাক্ষাৎ ও যুদ্ধ হয় । মুম্ময়ের অসাধারণ সাহস ও কৌশলে তিনি সসৈন্যে পরাজিত ও নিহত হইয়। যুদ্ধক্ষেত্রে শয়ন করেন। বিজয়ী মৃন্ময় সসৈন্সে ফিরিয়া আসিতেছেন । শুনিয়া চন্দ্রচূড় সীতারামকে বলিলেন, “মহারাজ ! আর দেখেন কি ? এই সময়ে বিজয়ী সেনা লইয়া, নদী পার হইয়া গিয়া ভূষণ দখল করুন।” Nomomoms"