পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cછે নবম পরিচ্ছেদ রামচাঁদ ও শুiমৰ্চাদ হুই জন নিরীহ গৃহস্থ লোক মহম্মদপুরে বাস করে । রামচাদের চণ্ডীমণ্ডপে বসিয়া .প্রদোষকালে নিভৃতে তামাকুর সাহায্যে দুই জন কথোপকথন করিতেছিল । কিয়দংশ পাঠককে শুনিতে হইবে । রামচাদ । ভাল, ভtয়া, বলিতে পার, চিত্তবিশ্রামের আসল ব্যাপারট। কি ? শুামর্চাদ । কি জান দাদা, ও রাজারাজড়ার হয়েই থাকে । আমাদের গৃহস্থঘরে কারই বা ছাড়া— তার আর রাজারাজড়ার কথায় কাজ কি ? তবে আমাদের মহারাজকে ভাল বলুতে হবে—মাত্রায় বড় কম । মোটে আই একটি । রাম । কঁ, তা ত বটেষ্ট । তবে কি জান, আম|দের মহারাজ না কি সে রকম নয়, পরম ধাৰ্ম্মিক, তাই কথাটা জিজ্ঞাস করি ? বলি, এত কাল ত এ সব ছিল না ! শু্যাম । রাজা ও আর সে রকম নাই, লোকে ত বলে । কি জান, মানুষ চিরকাল এক রকম থাকে ন। ঐশ্বৰ্য্যসম্পদ বাড়িলে মনটাও কিছু এদিক ওদিক্‌ হয় । আগে আমর। রামরাজ্যে বাস করিতাম— ভূষণ দখল হয়ে অবধি কি আর তাই আছে ? রাম । তা বটে । তা আমার সেন বোধ হয়, চিত্তবিশ্রামের কাণ্ডট হয়ে অবধিষ্ট যেন বাড়াবাড়ি ঘটেছে । তা, মহারাজকে এমন বশ করা ও সহজ ব্যাপার নয়। মাগাঁও ত সামান্য নয়—কোথা থেকে উড়ে এসে জুড়ে বসিল ? খাম। শুনেছি, সেটা ন! কি একট। ভৈরবী । কেউ কেউ বলে, সেটা ডাকিনী । ডাকিনীর নানা মায়া জানে, মায়াতে ভৈরবী বেশ পরে বেড়ায় । আবার কেউ বলে, তার একটা জোড়া আছে, সেটা উড়ে উড়ে বেড়ায়, তাকে বড় কেউ দেখিতে পায় না । রাম । তবে ত বড় সৰ্ব্বনাশ ! রাজ্য পড়িল ডাকিনীর হাতে । এ রাজ্যের কি আর মঙ্গল আছে ? শু্যাম । গতিকে ত বোধ হয় ন · রাজ ত আর রাজকৰ্ম্ম দেখেন না । ষা করেন তর্কালঙ্কার ঠাকুর । তা তিনি লড়াই-ঝগড়ার কি জানেন । এ দিকে না কি নবাবী ফৌজ শীঘ্ৰ আসিবে । রাম । আসে, মৃন্ময় আছে । শু্যাম । তুমিও যেমন দাদা ! পরের কি কাজ ? যার কৰ্ম্ম তারে সাজে, অন্ত লোকের লাঠি বাজে । এই তো দেখলে গঙ্গারাম দাস কি করলে ? আবার बझिबघ्रप्टप्रब्र अशांबलैौ কে জানে মৃন্ময় ব কি করবে ? সে যদি মুসলমানদে সঙ্গে মিশে যায়, তবে আমরা দাড়াই কোথা ? গোষ্ঠী শুদ্ধ জবাই হব দেখতে পাচ্ছি। রাম । তা বটে। তাই একে একে সব সরিজে আরম্ভ করেছে বটে ? সে দিন তিলক ঘোষেরা উঠে যশোর গেল, তখন বঝিতে পারিলাম না । জিজ্ঞাস করিলাম ষে, কেন যাও ? বলে, এখানে জিনিসপত্র মাগি । এখনই ত আরও কয় ঘর আমাদের পাড় হইতে উঠিয়া গিয়াছে । শ্ৰাম । তা, দাদা, তোমার কাছে বলছি, প্রকাশ করিও না, আমিও শীগগির সরবে। রাম । বটে ! তা আমিষ্ট পড়ে জবাই হই কেন ? তবে কি জান, এই সব বাড়ী ঘর-দ্বার খরচপত্র ক'রে করা গেছে, এখন ফেলে-ঝেলে যাওয়া গরিব মানুষের বড় দায় । খাম । তা কি করবে, প্রাণটা আগে, না বাড়ী-ঘর আগে ? ভাল, রাজ্য বজায় থাকে, আবার আস। যাবে। ঘর দ্বার ত পালাবে না । দশম পরিচ্ছেদ শ্ৰী । মঙ্গরাজ ! তুমি ত সৰ্ব্বদাই চিত্তবিশ্রামে । রাজ্য করে কে ? সীতা , তুমিই আমার রাজা । তোমাতে যত সুখ, রাজ্যে কি তত সুখ ? শ্ৰী। ছি ! ছি! মহারাজ ! এই জঙ্গ কি হিন্দুসাম্রাজ্য স্থাপিত করিতে প্রবৃত্ত্ব ইষ্টয়াছিলে ? আমার কাছে হিন্দু সামাজ খাটো, ইষ্টয় গেল, ধৰ্ম্ম গেল, আমিই সব হইলাম ! এই কি রাজা সীতারাম রায় ? সীতা । রাজ্য ত সংস্থাপিত হইয়াছে । শ্ৰী । টিকিবে কি ? সীতা । ভাঙ্গে কার সাধ্য ? শ্ৰী । তুমিই ভাঙ্গিতেছ ! রাজার রাজ্য আর বিপবার ব্রহ্মচর্য সমান । যত্নে রক্ষা না করিলে থাকে না । সীতা । কই, অরক্ষাও ত হইতেছেন । শ্ৰী । তুমি কি রাজ্য রক্ষ কর ? তোমাকে ত আমার কাছেই দেখি । সীতা । আমি রাজকৰ্ম্ম না দেখি, তা নয় । প্রায় প্রত্যহই রাজপুরীতে গিয়া থাকি। আমি এক দণ্ড দেখিলে যা হইবে, অন্তের সমস্ত দিনে তত হইবে না । তা ছাড়া, তর্কালঙ্কার ঠাকুর আছেন, মুন্ময়