পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૨. অপরাধীদিগের বরতরফি পরওয়ানাতে রাজার সহি করাইয়া লইলেন । রাজা না পড়িয়াই সহি দিলেন । কিন্তু তাহাতে চন্দ্রচূড়ের কার্যসিদ্ধি হইল না । প্রধান অপরাধী খাতাঞ্জি দরবারে উপস্থিত ছিল, সে দেখিল যে, রাজা না পড়িয়াই সহি দিলেন । রাজা চলিয়া গেলে সে বলিল, “ও হুকুম মানি না । ও তোমার হুকুম—রাজার নয় । রাজা কাগজ পড়িয়াও দেখেন নাই । যখন রাজা স্বয়ং বিচার করিয়া আমাদিগকে বরতরফ করিবেন, তখন আমরা যাই। — এখন নহে ।" কেহই গেল ন । খুব চুরি করিতে লাগিল । ধনাগার তাহাদের হাতে, সুতরাং চন্দ্রচূড় কিছু করিতে পারিলেন না । তাই আজ চন্দ্রচূড় রাজাকে পাকড়াও করিয়াছিলেন । রাজ দরবারে বসিলে, অপরাধীদিগের সমক্ষেই চন্দ্রচূড় কাগজ পত্র সকল রাজাকে বুঝাইতে লাগিলেন । রাঙ্গ। একে সমস্ত জগতের উপর রাগিয়াছিলেন, তাহাতে আবার চুরির বাহুল্য দেখিয়া ক্রোধে অত্যন্ত বিরুতচিত্ত হইয়া উঠিলেন । রাজাজ্ঞ। প্রচার করিলেন যে, “অপরাধী সকলেই শূলে যাইবে ।” হুকুম শুনিয়া আম-দরবার শিহরিয়৷ উঠিল । চন্দ্রচূড় যেন বজাহত হইলেন, বলিলেন, “সে কি মহারাজ ! লঘু পাপে এত গুরু দণ্ড ?" রাজা ক্রোপে অপার হইয়। বলিলেন, “লঘু পাপে কি ? চোরের শূলষ্ট ব্যবস্থ৷ ” চন্দ্র । ইহার মধ্যে কয় জন প্রাহ্মণ আছে । ব্ৰহ্ম হত্যা করিবেন কি প্রকারে ? রাজা । ব্রাহ্মণদিগের নাক-কান কটিয়৷ কপালে তপ্ত লোহার দ্বার। “চোর" লিথিয়। ছাড়িয়| দিবে – আর সকলে শূলে যাইবে । এই হুকুম জারি করিম রাজা চিত্তবিশ্রামে ঢলিয়া গেলেন । হুকুমমত অপরাধাদিগের দণ্ড ইষ্টল ! নগরে হাহাকার পড়িয় গেল, অনেক রাজকন্মচারী কৰ্ম্ম ছাড়িয়া পলাইল । পঞ্চদশ পরিচ্ছেদ চুরি বন্ধ হইল, কিন্তু টাকার তবু কুলান হয় না । রাজ্যের অবস্থা রাজাকে বলা নিতান্ত আবশ্ব্যক, কিন্তু রাজাকে পাওয়া ভার, পাইলেও কথ। হয় না । চন্দ্রচূড় সন্ধানে সন্ধানে ফিরিয়া আবার একদিন রাজাকে ধরিলেন—বলিলেন, “মহারাজ ! একবার এ কথায় কৰ্ণপাত না করিলে রাজ্য থাকে না।” বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী রাজা । থাকে থাকে, যায় যায় । ভাল,— শুনিতেছি, বলুন কি হয়েছে ? চন্দ্র। সিপাহী সব দলে দলে ছাড়িয়া চলিতেছে । রাজ ! কেন ? ঢলুদ ৷ বেতন পায় ন! ! রাজা ! কেন পায় না ? চন্দ্র । টক নাই । রাস। এখনও কি চুরি চলিতেছে না কি ? চন্দ্র । না, চুরি বন্ধ হইয়াছে । কিন্তু তাহাতে কি হইবে ? মে টাক। চোরের পেটে গিয়াছে, তা ত আর ফেরে নাই । রাজ ! কেন, আদায় তহশীল হইতেছে ন ? বেদ | এক পয়সা ৪ ন৷ ] রাজা । কারণ কি ? চন্দ্র । মাতাদের প্রতি আদাসের ভার, তাহারা কেহ বলে, “আদি করিয়৷ শেন তহপিল গরমিল হইলে শূলে যাব না কি ?” রাজা । তাহীদের পর তরম করুন । চন্দ্র । নুতন লোক পাইব কোথায় ? অার কেবল নুতন লোকের দ্বারায় কি ততশীলের কাজ श्न ? র। গুণ । তবে ত:হাদিগকে কয়েদ করুন । চণf । সৰ্ব্বনাশ ! তবে অদ।ম তহঁশীল করিলে কে ? রঞ্জ । পনের দিনের মপে। সে বাকী বকেয়t সপ আসি য়ি না করিবে, তাইকে কয়েদ করিব । চন্দ্র । সকল তহঁশীলদারের ৪ দোষ নাই । দেলোওয়ালীরা ৪ অনেকে দিতেছে ন! ! রাষ্ট্র । কেন দেয় না ? চন্দ্র ; বলে, “মুসলমানের রাজা গুইলে দিব । এখন দিয়! কি দে কর দিব ?" র। জl, । সে টক না দিবে, ষাঙ্গর বাকী পড়িবে, তাহাকে গু কয়দ করিতে হইবে । চন্দ্রচূড় তা করির রহিলেন । শেষ বলিলেন, “মহারাজ ! কারাগারে এত স্তান কোথ৷ ” রাজ। বড় বড় চালা তুলিয়। দিবেন। এই বলিয়। বাকাদার ও তহশীলদার উভয়ের করেদের হুকুমে স্বাক্ষর করিয়া রাজ চিত্তবিশ্রামে প্রস্থান করিলেন । চন্দ্রচূড় মনে মনে শপথ করিলেন, আর কখনও প্লাজাকে রাজকাৰ্য্যের কোন কথা জানাইবেন না । এই হুকুমে দেশে ভারি হাহাকার পড়িয়া গেল । কারাগার সকল ভরিয়া গেল–চন্দ্রচূড় চালা তুলিয়া