পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

༢. জয়ন্তী। তবে সে মনোযোগ তোমার প্রতি—ভগবৎপ্রসঙ্গে নয়। ঃ স্ত্র । তবে, এখন কি কর্তব্য ? জ। তুমি করিবে কি ? তুমি ত বলিয়াছ যে, তুমি সন্ন্যাসিনী, তোমার কৰ্ম্ম নাই ? - ঐ । যেমন শিখাইয়াছ । জ। আমি কি তাই শিখাইয়াছিলাম ? আমি কি শিখাই নাই যে, অনুষ্ঠেয় যে কৰ্ম্ম, অনাসক্ত হইয়া ফলত্যাগ পূর্বক তাহার নিয়ত অনুষ্ঠান হইলেই কৰ্ম্মত্যাগ হইল, নচেৎ হইল না ? স্বামিসেবা কি তোমার অমৃষ্ঠেয় কৰ্ম্ম নহে ? * ঐ ! তবে আমাকে পলাইতে পরামর্শ দিয়াছিলে কেন ? জ। তুমি যে বলিলে, তোমার শত্র, রাজ নিয়। বারো জন । যদি ইন্দ্রিয়গণ তোমার বশ্ব নয়, তবে তোমার স্বামিসেবা সকাম হইয়া পড়িবে। অনাসক্তি ভিন্ন কৰ্ম্মানুষ্ঠানে কৰ্ম্মত্যাগ ঘটে না । তাই তোমাকে পলাইতে বলিয়াছিলাম। ষার যে ভার সয় ন}, তাকে সে ভার দিই না । ‘পদং সহেত ভ্রমরস্ত পেলবম ইত্যাদি উপম মনে আছে ত ? শ্ৰী বড় লজ্জিত হইল ; ভাবিয়া বলিল, “কাল ইহার উত্তর দিব ।” • সে দিন আর সে কথা হইল ন! ; ঐ সে দিন জয়ন্তীর সঙ্গে বড় দেখHসাক্ষাৎ করিল না । পরে জয়ন্তী তাহাকে ধরিল । বলিল, “আমার কথার কি উত্তর সন্ন্যাসিনী ?” শ্ৰী বলিল, “আমায় আর একবার পরীক্ষা কর " জয়ন্তী বলিল, “এ কথা ভাল। তবে মহম্মদপুর চল । তোমার আমার অতুষ্ঠের কৰ্ম্ম কি, পথে তাহার পরামর্শ করিতে করিতে ঘাইব ।” দুই জনে তখন পুনৰ্ব্বার মহম্মদপুর অভিমুখে যাত্রা করিল। লাবণ্যের একবিংশতিতম পরিচ্ছেদ গঙ্গারাম গেল, রমা গেল, শ্ৰী গেল, জয়ন্তী গেল, চন্দ্রচূড় গেল, চাদশাহ গেল ; তবুও সীতারামের চৈতন্য নাই ।

  • কাৰ্য্যমিত্যেব যং কৰ্ম্ম নিয়তং ক্রিয়তেহর্জন । সঙ্গং ত্যক্ত ফলঞ্চৈব স ত্যাগ: সাত্ত্বিকো মত: |

গীত। ১৮৯ বাকী মৃন্ময় আর নন্দ । ননা এবার বড় রাগিল --আর পতিভক্তিতে রাগ থামে না । কিন্তু নন্দার আর সহায় নাই। এক মৃন্ময় মাত্র সহায় আছে। অতএব ননা কৰ্ত্তব্যাকৰ্ত্তব্য স্থির করিবার জন্য এক দিন প্রাতে মৃন্ময়কেই ডাকিতে পাঠাইল । সে ডাক মুন্ময়ের নিকট পৌছিল না। মৃন্ময় আর নাই। সে দিন প্রাতে মৃন্ময়ের মৃত্যু হইয়াছিল । প্রাতে উঠিয়াই মৃন্ময় সংবাদ শুনিলেন যে, মুসলমানসেন মহম্মদপুর আক্রমণ করিতে আসিতেছে— আগতপ্রায়—প্রায় গড়ে পৌছিল । বজ্রাঘাতের ন্যায় এ সংবাদ মুন্ময়ের কর্ণে গ্রবেশ করিল। মৃন্ময়ের যুদ্ধের কোন উদ্যোগই নাই । এখন আর চন্দ্রচূড়ের সে গুপ্তচর নাই যে, পূৰ্ব্বাঙ্গে সংবাদ দিবে। সংবাদ পাইবামাত্র মৃন্ময় সবিশেষ জানিবার জন্য স্বয়ং অশ্বারোহণ করিয়া যাত্রা করিলেন । কিছু দূর গিয়া মুসলমান সেনার সম্মুখে পড়িলেন । তিনি পলাইতে জানিতেন না, সুতরাং তাহদের দ্বার। আক্রাস্ত হইয়৷ নিহত হইলেন । মুসলমান সেন। আসিয়া সীতারামের তুর্গ বেষ্টল করিল—নগর ভাঙ্গিয় অবশিষ্ট নাগরিকের পলাইয়া গেল। চিত্তবিশ্রামে যেখানে সুন্দরী-মণ্ডলপরিবেষ্টিত সীতারাম লীলার উন্মত্ত, সেইখানে সীতারামের কাছে সংবাদ পৌছিল যে, “মৃন্মর মরিয়াছে। মুসলমানসেনা আসিয়া দুর্গ ঘেরিয়াছে।" সীতারাম মনে মনে বলিলেন, তবে আজ শেষ । ভোগ-বিলাসের শেষ : রাজ্যের শেন, জীবনের শেষ ।" তখন রাজ রমণীমণ্ডল পরিত্যাগ করিয়৷ গাত্ৰোখান করিলেন । বিলাসিনীরা বলিল, “মহারাজ, কোথা যান ? অামাদের ফেলিয়। কোথা যান ?" সীতারাম চোপদারকে আজ্ঞা করিলেন, “ইহাদের বেত মারিয়া তাড়াইয়। দাও।” স্ত্রীলোকের খিল্‌ খিল করিয়৷ হাসিয়া হরিবোল দিয়া উঠিল । তাহাদিগকে থামাইয়া ভানুমতী নামে তাহাদিগের মধ্যস্থ এক সুন্দরী রাজার সম্মুখীন হইয়৷ বলিল, “মহারাজ ! আজ জানিলে বোধ হয় যে, সত্যই ধৰ্ম্ম আছে । আমরা কুলকন্যা, আমাদের কুলনাশ, ধৰ্ম্মনাশ করিয়াছ, মনে করিয়াছ কি তার প্রতিফল নাই ? আমাদের কাহারও মা কঁাদিতেছে, কাহারও বাপ কঁাদিতেছে, কাহারও স্বামী কাদিতেছে, কাহারও শিশু সস্তান র্কাদিতেছে—মনে করিয়াছিলে কি, সে কান্না জগদীশ্বর শুনিতে পান না ? মহারাজ, নগরে না, বনে যাও, লোকালয়ে আর মুখ দেখাইও না, কিন্তু মনে রাখিও যে, ধৰ্ম্ম আছে ।"