পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झुक्कोरखब्र छैश्ल ১৭" গুণ্ডে প্রভাসিত হইল। হাসি চাহনিতে, সেই আলোতে, গোবিন্দলালের আদরের আর প্রভাতের বাতাসে—মিলিয়া গেল । * এই সময়ে সুপ্তোখিত চাকরাণী-মহলে একটা গোলযোগ উপস্থিত হইল। তৎপরে ঘর ঝাটান, জল ছড়ান, বাসন মাজা ইত্যাদির একটা সপ, সপ, ছপ ছপ ঝন ঝন্‌ খন খনৃ শব্দ হুইতেছিল, অকস্মাৎ সে শব্দ বন্ধ হইয়া, “ও মা, কি হবে ” “কি সৰ্ব্বনাশ !” “কি আম্পৰ্দ্ধ৷ ” “কি সাহস ” মাঝে মাঝে হাসি-টিটকারী ইত্যাদি গোলযোগ উপস্থিত হইল । শুনিয়া ভ্রমর বাহিরে আসিল । চাকরাণী-সম্প্রদায় ভ্রমরকে বড় মানিত না, তাহার কতকগুলি কারণ ছিল । একে ভ্রমর ছেলেমানুষ, তাতে ভ্রমর স্বয়ং গৃহিণী নহেন, তাহার শাশুড়ীননদ ছিল, তার পর আবার ভ্রমর নিজে হাসিতে যত পটু, শাসনে তত পটু ছিলেন না । ভ্রমরকে দেখিয়া চাকরাণীর দল বড় গোলযোগ বাড়াইল— নং ১--আর শুনেছ বেীঠাকুরুণ ? নং ২-—এমন সৰ্ব্বনেশে কথ। কেহ কখনও শুনে নাই । _ নং ৩—কি সাহস মাগীকে বর্ণটাপেট করে আসবো এখন । নং ৪ —শুধু বাট, বৌঠাকুরুণ, বল, আমি তার নাক কেটে নিয়ে আসি । নং ৫—কার পেটে কি আছে মা,--ত কেমন ক’রে জানবো মা— ভ্রমর হাসিয়া বলিল, “আগে বলু না কি হয়েছে, তার পর যার মনে ষ থাকে করিস " তখনই আবার পূৰ্ব্ববৎ গোলযোগ আরম্ভ হইল । নং ১—বলিল, শোন নি ? পাড়াশুদ্ধ গোলমাল হয়ে গেল যে— নং ২—বলিল—বাঘের ঘরে ঘোগের বাসা ! নং ৩—মাগীর বীট দিয়ে বিষ ঝাড়িয়া দিই । নং-৪—কি বলুব বৌঠাকুরুণ, বামন হয়ে চাদে হাত ! নং ৫—ভিজে বেরালকে চিনতে জোগায় না, গলায় দড়ি ! গলায় দড়ি ! ভ্রমর বলিলেন, “তোদের ” চাকরাণীরা তখন একবাক্যে বলিতে লাগিল, “আমাদের কি দোষ ? অামরা কি করিলাম ? তা জানি গো জানি, ষে যেখানে ষা করবে, দোষ হবে আমাদের । অামাদের আর উপায় নাই বলিয়া গতর খাটিয়ে খেতে এসেছি।” এই বক্তৃতা সমাপন করিয়া, দুই এক জন চক্ষে অঞ্চল দিয়া কাদিতে আরম্ভ করিল। : এক জনের মৃতপুল্লের শোক উথলিয়া উঠিল। ভ্রমর ” কাতর হইলেন–কিন্তু হাসিও সংবরণ করিতে প্ৰ পারিলেন না। বলিলেন, “তোদের গলায় দড়ি এই জন্য যে, এখনও তোরা বলিতে পারিলি না: যে কথাটা কি। কি হয়েছে ?” : তখন আবার চারিদিক্ হইতে চারি পাচ রকমের ; গল ছুটিল । বহুকষ্টে ভ্রমর, সেই অনন্ত বক্তৃতা । পরম্পরা হইতে এই ভাবার্থ সঙ্কলন করিলেন যে, গত রাত্রে কৰ্ত্ত-মহাশয়ের শয়নকক্ষে একটা চুরি হইয়াছে। কেহ বলিল, চুরি নহে, ডাকাতি--কেহ বলিল, সিদ, কেহ বলিল, না, কেবল জন চারি পাঁচ চোর আসিয়া । লক্ষ টাকার কোম্পানীর কাগজ লইয়া গিয়াছে। ভ্রমর বলিল, “তার পর ? কোন মাগীর নাক কাটিতে চাহিতিছিলি ?” নং ১—রোহিণীঠাকুরুণের—আর কার? নং ২—সেই আবার্গই ত সৰ্ব্বনাশের গোড় । নং ৩—সেই না কি ডাকাতের দল সঙ্গে করিয়t নিয়ে এসেছিল । - নং ৪—যেমন কৰ্ম্ম, তেমনি ফল । নং ৫—এখন মরুন জেল খেটে । ভ্রমর জিজ্ঞাসা করিল, “রোহিণী যে চুরি করিতে আসিয়াছিল, তোর কেমন করে জানূলি ?” "কেন, সে যে ধরা পড়েছে। কাছারির গারদে কয়েদ আছে।” ভ্রমর যাহা শুনিলেন, তাহ গিয়া গোবিন্দলালকে বলিলেন । গোবিন্দলাল ভাবিয়া ঘাড় নাড়িলেন। ভ্র । ঘাড় নাড়িলে যে ? - গে। আমার বিশ্বাস হইল না যে, রোহিণী চুরি করিতে আসিয়াছিল । তোমার বিশ্বাস হয় ? ভোমর। বলিল, “ন} ।” গো । কেন তোমার বিশ্বাস হয় না, আমায় বল দেখি ? লোকে ত বলিতেছে । ভ্র । তোমার কেন বিশ্বাস হয় না, আমায় বল দেখি ? গে। তা সময়াস্তরে বলিব । তোমার বিশ্বাস হইতেছে না কেন, আগে বল ? ভ্র । তুমি আগে বল ? গোবিন্দলাল হাসিল। বলিল, “তুমি আগে ” ভ্র । কেন আগে বলিব ? গো । আমার শুনিতে সাধ হইয়াছে । ভ্র । সত্য বলিব গো । সত্য বল স্তু