পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণকাস্তের উইল কৃষ্ণকান্ত বলিলেন, “দেখিলে বদ্‌জাতি ?” গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, "এ পৃথিবীতে সকলেই বদ্‌জাত নহে। ইহার ভিতর বদ্‌জাতি ছাড়া আর কিছু থাকিতে পারে।” প্রকাশ্বে বলিলেন, “ইহার প্রতি কি হুকুম দিয়াছেন ? একে কি থানায় পাঠাইবেন ?” কৃষ্ণকান্ত বলিলেন, “আমার কাছে আবার থানা ফৌজদারি কি ? আমিই থানা, আমিই মেজেক্টর, আমিই জজ। বিশেষ এই ক্ষুদ্র স্ত্রীলোককে জেলে দিয়া আমার কি পৌরুষ বাড়িৰে ?” গোবিন্দলাল জিজ্ঞাস করিলেন, “তবে কি করিবেন ?” কৃ। ইহার মাথ। মুড়াইয়া ঘোল ঢালিয়া, কুলার বাতাস দিয়া গ্রামের বাহির করিয়া দিব । আমার এলেকায় আর ন| আসিতে পারে । গোবিন্দলাল আবার রোহিণীর দিকে ফিরিয়৷ জিজ্ঞাসা করিলেন, “কি বল, রোহিণি ?” রোহিণী বলিল, “ক্ষতি কি ?" গোবিন্দলাল বিস্মিত হইলেন । কিঞ্চিং ভাবিয়া কৃষ্ণকান্তকে বলিলেন, “একটা নিবেদন আছে ।" ক্ল । কি ? গো । ইহাকে একবার ছাড়িয় দিন । আমি জামিন হইতেছি—বেলা দশটার সময় আনিয়। দিব । কৃষ্ণকান্ত ভাবিলেন, “বুঝি যা ভেবেছি, তাই । বাবাজীর কিছু গরজ দেখছি " প্রকাশ্বে বলিলেন, “কোথায় যাইবে ? কেন ছাড়িব ?” গোবিন্দলাল বলিলেন “আসল কথা কি, জান। নিতান্ত কৰ্ত্তব্য । এত লোকের সাক্ষাতে আসল কথ। এ প্রকাশ করিবে না । ইহাকে একবার অন্দরে লইয়া গিয়া জিজ্ঞাসাবাদ করিব।” কৃষ্ণকান্ত ভাবিলেন, “ওর গোষ্ঠীর মুণ্ডু করবে। এ কালের ছেলেপুলে বড় বেহায়া হয়ে উঠেছে। রহ ছুঁচে ! আমিও তোর উপর একচাল চালিব।" এই ভাবিয়া কৃষ্ণকান্ত বলিলেন, “বেশ ত " বলিয়া কৃষ্ণকান্ত এক জন নগদীকে বলিলেন, “ওরে ! একে সঙ্গে করিয়া এক জন চাকরাণী দিয়া মেজ বেী-মার কাছে পাঠিয়ে দে ত, দেখিস যেন পালায় না।” নগ দী রোহিণীকে লইয়া গেল। গোবিন্দলাল প্রস্থান করিলেন । কৃষ্ণকান্ত ভাবিলেন, “দুর্গ ! দুর্গ 1 ছেলেগুলো হলো কি ?” ২য়—১৩ ১৯* দ্বাদশ পরিচ্ছেদ । গোবিন্দলাল অন্তঃপুরে অসিয়া দেখিলেন যে, ভ্রমর: রোহিণীকে লইয়া চুপ করিয়া বসিয়া আছে। ভাল: কথা বলিবার ইচ্ছ, কিন্তু পাছে এ দায় সম্বন্ধে জুলি: কথা বলিলেও রোহিণীর কান্ন আসে, এ জন্ত ਣੇ বলিতে পারিতেছে না । গোবিন্দলাল আসিলেনঃ দেখিয়া ভ্রমর যেন দায় হইতে উদ্ধার পাইল । শীঘ্ৰগতি দূরে গিয়া গোবিন্দলালকে ইঙ্গিত করিয়া ডাকিল ? গোবিন্দলাল ভ্রমরের কাছে গেলেন । ভ্রমর গোবিনলালকে চুপি চুপি জিজ্ঞাসা করিলেন, "রোহিণী এখানে । গোবিন্দলাল বলিলেন, “আমি গোপরে; ট্র কিছু জিজ্ঞাসা করিব। তাহার পর উহার । যা থাকে হবে ।” ভ্র । কি জিজ্ঞাসা করিবে ? গে। উহার মনে কথা । আমাকে উহার কাছে এক। রাখিয়৷ যাইতে যদি তোমার ভয় হয় । তবে না হয় আড়াল হইতে শুনিও । - ভোমরা বড় অপ্রতিভ হইল। লজ্জায় অধোমুখী . হইয়া চুটিয়া সে অঞ্চল হইতে পলাইল । একেবারে: পাকশালায় উপস্থিত হইয়৷ পিছন হইতে পাচিকার, চুল ধরিয়া টানিয়া বলিল, “রাধুনি ঠাকুরবি । রাধতেঃ রাঁধতে একটি রূপকথা বল না।” 3 এ দিকে গোবিন্দলাল রোহিণীকে জিজ্ঞাসা করি: লেন, “এ বৃত্তান্ত আমাকে সকল বিশেষ করিয়া বলিৰে কি ?” বলিবার জন্য রোহিণীর বুক ফাটিয়া যাইডে" ছিল—কিন্তু যে জাতি জীয়ন্তে জলন্ত চিতায় আরোহণ করিত রোহিণীও সেই জাতীয়া আর্য্যকন্যা । বলিল, : "কর্তার কাছে সবিশেষ শুনিয়াছেন ত ।” গে। কৰ্ত্ত বলেন, তুমি জাল উইল রাখিয়া ; আসল উইল চুরি করিতে আসিয়াছিলে । তাই ; কি ? f রে। । তা নয় । গে । তবে কি ? রো। বলিয়া কি হইবে ? গে| তোমার ভাল হইতে পারে । রো। আপনি বিশ্বাস করিলে ত ? ... 8 গো। বিশ্বাসযোগ্য কথা হইলে কেন বিশ্বাগঞ্জ করিব না ? - রে। । বিশ্বাসযোগ) কথা নহে । *... ; গো । আমার কাছে কি বিশ্বাসযোগ্য, কি : অবিশ্বাসযোগ্য, তাহা আমি জানি, তুমি জানিবে কি !