కాల్తెకోfఇఆ প্রথম পরিচ্ছেদ উৰ্ণনাভ যতক্ষণ মৃণালিনীর মুখের তারা ডুবিতেছিল, ততক্ষণ গোঁড়দেশের সৌভাগ্যশশীও সেই পথে যাইতেছিল । যে ব্যক্তি রাখিলে গৌড় রাখিতে পারিভ, সে উৰ্ণনাভের ন্যায় বিরলে বসিয়া অভাগ জন্মভূমিকে বদ্ধ করিবার জন্য জাল পাতিতেছিল। নিশীথসময়ে নিভৃতে বসিয়া ধৰ্ম্মাধিকার পশুপতি নিজ দক্ষিণহস্তস্বরূপ শান্তশীলকে ভৎসনা করিতেছিলেন, *শাস্তশীল ! প্রাতে যে সংবাদ দিয়াছ, তাহা কেবল তোমার অদক্ষতার পরিচয়মাত্র । তোমার প্রতি আর কোন ভার দিবার ইচ্ছা নাই।” শান্তশীল কহিল, “যাহা অসাধ্য, তাহ পারি নাই । অল্প কার্য্যের পরিচয় গ্রহণ করুন ।” প। সৈনিকদিগকে কি উপদেশ দেওয়া হইয়াছে ? শা। এই যে, আমাদিগের আজ্ঞা না পাইলে uকহ ন সাজে । প | প্রাস্তপাল ও কোষ্ঠপালদিগকে কি উপদেশ দেওয়া হইয়াছে ? শা। এই বলিয়া দিয়াছি যে, অচিরাৎ যবনসম্রাটের নিকট হইতে কর লইয়। কয় জন যবন দুতস্বরূপ আসিতেছে, তাহাদিগের গতিরোধ না করে । প। দামোদর শৰ্ম্ম উপদেশানুযায়ী কাৰ্য্য করিয়াছেন কি না ? শা। তিনি বড় চতুরের ন্যায় কাৰ্য্য নিৰ্ব্বাহ করিয়াছেন । প। সে কি প্রকার ? শা। তিনি একখানি পুরাতন গ্রন্থের একখানি পত্র পরিবর্তন করিয়া তাহাতে আপনার রচিত কবিতাগুলি বসাইয়াছিলেন। তাহা লইয়। অদ্য প্রাহ্লে রাজাকে শ্রবণ করাইয়াছেন এবং মাধবাচার্য্যের श्रzनक निऋीं कब्रिञ्चां८छ्न । প। কবিতায় ভবিষ্যৎ গোঁডুবিজেতার রূপবর্ণন সবিস্তারে লিখিত আছে । সে বিষয়ে মহারাজ কোন অমুসন্ধান করিয়াছিলেন ? শা। করিয়াছিলেন। মদনসেন সম্প্রতি কাশীধাম ছইতে প্রত্যাগমন করিয়াছেন, এ সংবাদ মহারাজ অবগত আছেন। মহারাজ কবিতায় ভবিষ্যৎ গোঁড় জেতার অবয়ববর্ণন শুনিয়া তাহাকে ডাকিতে পাঠাইলেন । মদনসেন উপস্থিত হইলে মহারাজ জিজ্ঞাসা করিলেন, “কেমন, তুমি মগধে যবন রাজপ্রতিনিধিকে দেখিয়া আসিয়tছ ?" সে কহিল, “আসিয়াছি।” মহারাজ তখন আজ্ঞ করিলেন, “সে দেখিতে কি প্রকার, বিবৃত কর ” তখন মদনসেন, বখতিয়ার খিলিজির ষথার্থ যে রূপ দেখিয়াছেন, তাহাই বিবৃত করিলেন । কবিতাতেও সেই রূপ বর্ণিত ছিল । সুতরাং গৌড়জয় ও র্তাহার রাজ্যনাশ নিশ্চিত বলিয়া বুঝিলেন । প। তাহার পর ? শা। রাজা তখন রোদন করিতে লাগিলেন । কহিলেন, “আমি এ বৃদ্ধবয়সে কি করিব ? সপরিবারে যবনহস্তে প্রাণে নষ্ট হইব দেখিতেছি ।” তখন দামোদর শিক্ষামত কহিলেন, “মহারাজ ! ইহার সদুপায় এই যে, অবসর থাকিতে থাকিতে আপনি সপরিবারে তীর্থযাত্র করুন | ধৰ্ম্মাধিকারের প্রতি রাজকর্যের ভার দিয়া ফাউন । তাহা হইলে আপনার শরীররক্ষ হইবে । পরে শাস্ত্র মিথ্যা হয়, রাজ্য পুনঃপ্রাপ্ত হইবেন " রাজা এ পরামর্শে সন্তুষ্ট হুইয়। নৌকাসজ্জ করিতে আদেশ করিয়াছেন। অচিরাৎ সপরিবারে তীর্থযাত্ৰা করিবেন । প। দামোদর সাধু। তুমিও সাধু। এখন আমার মনস্কামনাসিদ্ধির সম্ভাবনা দেখিতেছি । নিতান্তপক্ষে স্বাধীন রাজা ন হই, যবন-রাজ-প্রতিনিধি হইব । কার্য্যসিদ্ধি হইলে, তোমাদিগকে সাধ্যমত পুরস্কৃত করিতে ক্রটি করিব না, তা ত জান । এক্ষণে বিদায় হও । কাল প্রাতেই ধেন তীর্থযাত্রার জন্ত নৌকা প্রস্তুত থাকে । শাস্তুশীল বিদায় হুইল । e দ্বিতীয় পরিচ্ছেদ বিনা স্বভার হার পশুপতি উচ্চ অট্টালিকায় বহু ভৃত্য সমভি ব্যাহারে বাস করিতেন বটে, কিন্তু তাছার পুরী
পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (প্রথম ভাগ).djvu/২৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।