পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (প্রথম ভাগ).djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

。 খুবশ্নরৎ । যদি হয়, তবে উদিপুরীর বদলে সেইই বাদশাহের উপর প্রভুত্ব করিবে । আমি তাহাকে আনিতেছি, ইহা জানিলে; রূপনগরওয়ালী আমার বশীভূত থাকিবে । তা হলেই আমার একাধিপত্যের ষে একটু কণ্টক আছে, তাহ দূর হইবে। তা তুমি যাইতেছ, ভালই হইতেছে। যদি দেখ যে, সে উদিপুরীর অপেক্ষা স্বন্দরী – মবা। অামি হজরত বেগম সাহেবাকে কখনও দেখি নাই । জেব । দেখ ত দেখাইতে পারি—এই পরদার আড়ালে লুকাইতে হইবে । মবা ! ছি:! জেব-উন্নিল হাসিয়া উঠিল ; বলিল, “দিল্লীতে তোমার মত কয়টা বানর আছে ? তা যাকৃ—আমি তোমায় ষা বলি, শুন । উদিপুরী না দেখ, আমি তাহার তসবীর দেখাইতেছি । কিন্তু রূপনগরীকে দেখিও । যদি তাহাকে উদিপুরীর অপেক্ষা সুন্দরী দেখ, তবে তাহাকে জানাইবে যে, আমারই অনুগ্রহে সে বাদশাহের বেগম হইতেছে। আর যদি দেখ, সেটা দেখিতে তেমন নয়-" জেব উন্নিসা একটু ভাবিল। মবারক জিজ্ঞাসা করিল, “যদি দেখি, দেখিতে ভাল নহে, তবে কি করিব ?” বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী জেব । তুমি বড় বিবাহ ভালবাস ; তুমি আপনি বিবাহ করিও । বাদশাহ যাহাতে অনুমতি দেন, তাহা আমি করিব । মবা। অধমের প্রতি কি আপনার একটু ভালবাসাও নাই ? জেব। বাদশাহজাদীদের আবার ভালবাসা ! মবা । আল্লা তবে বাদশাহজাদীদিগকে কি জন্ত স্বষ্টি করিয়াছেন ? জেব । সুখের জন্য ! ভালবাসী দুঃখ মাত্র । মবারক আর শুনিতে ইচ্ছা করিল না। কথা চাপা দিয়া কহিল, “যিনি বাদশাহের বেগম হইবেন, র্তাহাকে আমি দেখিব কি প্রকারে ?” জেব । কোন কণ্ডুকৌশলে । * মবা । শুনিলে বাদশাহ কি বলিবেন ? জেব । সে দায়- দোষ আমার । মবা। আপনি যা বলবেন, তাই করিব । কিন্তু এ গরীবকে একটু ভালবাসিতে হইবে । জেব । বলিলাম না যে, তুমি আমার প্রাণাধিক ? মবা । ভালবাসিয়া বলিয়াছেন কি ? জেব। বলিয়াছি, তালবাসা গরীব-দুঃখীর দুঃখ । শাহজাদীরা সে দুঃখ স্বীকার করে না। মৰ্ম্মাহত হইয়া মবারক বিদায় লইয়া চলিয়া গেল ।