পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (প্রথম ভাগ).djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RR আমার কাছে রজনীর বৃত্তান্ত সবিশেষ শুনিয়া বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করিল। পরে রাজচন্দ্রকে আমি নিভৃতে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলাম, "তোমার কস্ত গৃহত্যাগ করিয়া গিয়াছিল কেন ? জান ?” রাজচন্দ্র বলিল, “না। আমি তাহা সৰ্ব্বদাই "ভাবি, কিন্তু কিছুই ঠিকানা করিতে পারি নাই ।” আমি বলিলাম, রজনী জলে ডুবিয়া মরিতে গিয়াছিল কি দুঃখে জান ?” রাজচন্দ্র বিস্মিত হইল। বলিল, "রজনীর এমন কি দুঃখ, কিছুই ত ভাবিয়া পাই নাই । সে অন্ধ, এইটি বড় দুঃখ বটে, কিন্তু তার জন্য এত দিনের পর ভূবিয়া মরিতে যাইবে কেন ? তবে এত বড় মেয়ে, আজিও তাহার বিবাহ হয় নাই। কিন্তু তাহার জক্টও নয় ; তাহার ত সম্বন্ধ করিয়া বিবাহ দিতেছিলুম। বিবাহের আগের রাত্রেই পলাইয়াছিল ।” অামি নুতন কথা পাইলাম । জিজ্ঞাসা করিলাম, “সে পলাইয়াছিল ?” রাজ হা । আমি । তোমাদিগকে না বলিয়া ? রাজ । কাহাকেও না বলিয়া । আমি । কাহার সহিত সম্বন্ধ করিয়াছিলে ? রাজ। গোপাল বাবুর সঙ্গে । আমি । কে গোপাল বাৰু ? চাপার স্বামী ? রাজ। আপনি সবই ত জানেন ! সেই বটে । আমি একটু আলো দেখিলাম, তবে চাপ। সপত্নীযন্ত্রণাভয়ে রজনীকে প্রবঞ্চনা করিয়া ভ্রাতৃসঙ্গে হুগলী পাঠাইয়াছিল । বোধ হয়, তাহারই পরামর্শে হীরালাল উছার বিনাশে উদ্যোগ পাইয়াছিল । সে কথা কিছু না বলিয় রাজচন্দ্রকে বলিলাম, *ঙ্গামি সবই জানি । আমি আরও যাহা জানি, ভোমায়ু বলিতেছি । তুমি কিছু লুকাইও ন৷ ” - . **. o রাজ । কি—আজ্ঞা করুন । আমি । রজনী তোমার কঙ্কা নহে । রাজচন্দ্র বিস্মিত হইল। বলিল, “লে কি, আমার মেয়ে নয় ত কাহার ?"

  • হরেকৃষ্ণ দাসের ”

রাজচন্দ্র কিছুক্ষণ নীরব রহিল। শেষে বলিল, *আপনি কে, তাহা জানি না। কিন্তু আপনার পায়ে পড়ি, একথা রজনীকে বলিলেন না।” আমি । এখন বলিব না, কিন্তু বলিতে হইবে । আমি যাহ জিজ্ঞাসা করি, তাহার সত্য উত্তর দাও । যখন হরেকৃষ্ণ মরিয়া যায়, তখন রজনীর কিছু অলঙ্কার ছিল ? রাজচন্দ্র ভীত হইল । বলিল, “আমি ত তাহার অলঙ্কারের কথা কিছু জানি না । অলঙ্কার কিছুই *iाझे नांशे !” আমি । হরেকৃষ্ণের মৃত্যুর পর তুমি তাহার ত্যক্ত সম্পত্তির সন্ধানে সে দেশে আর গিয়াছিলে ? রাজা । ই গিয়াছিলাম। গিয়া শুনিলাম, হরেকৃষ্ণের যাহা কিছু ছিল, তাহা পুলিসে লইয়া গিয়াছে । আমি । তাহাতে তুমি কি করিলে ? রাজ। আর কি করিব ? আমি পুলিসকে বড় ভয় করি, রজনীর বালাচুরি মোকৰ্দমায় বড় ভুগিয়াছিলাম। আমি পুলিসের নাম শুনিয়া আর কিছু বলিলাম না । আমি। রজনীর বালtঢুরি মোকৰ্দমা কিরূপ ? রাজ । রজনীর অন্নপ্রাশনের সময় তাহার বালা চুরি গিয়াছিল । চোর ধরা পড়িয়াছিল। বৰ্দ্ধমানে তাহার মোকৰ্দমা হইয়াছিল । এই কলিকাতা হইতে বৰ্দ্ধমানে আমাকে সাক্ষ্য দিতে যাইতে হইয়াছিল । বড় ভুগিয়াছিলাম । আমি পথ দেখিতে পাইলাম ।

  • mam