পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (প্রথম ভাগ).djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রজনী নাই। সেই সকল জাৰ্য্যবিদ্যা প্রায় লুপ্ত হইয়াছে। আমরা কোচ- কেহ দুই একটি বিদ্যা জানি । যত্নে গোপন রাখি, কাহাকেও শিখাষ্ট না ! আমি হাসিলাম । সন্ন্যাসী বলিলেন, “তুমি বিশ্বাস করিভেচ্ছ না, কিছু প্রত্যক্ষ দেখিতে চাও ?” আমি বলিলায়, “দেখিলে বুঝিতে পারি।" সন্ন্যাসী বলিলেন, “পশ্চাৎ দেখাইব । এক্ষণে তোমার সঙ্গে আমার একটি বিশেষ কথা আছে । আমার সঙ্গে তোমার ঘনিষ্ঠতা আছে । তোমার পিতা আমাকে অনুরোধ করিয়াছেন যে, তোমাকে বিবাহে প্রবৃত্তি দিই ।” আমি হাসিয়া বলিলাম, "প্রবৃত্তি দিতে হুইবে না, আমি বিবাহে প্রস্তুত—কিন্তু—” স। কিন্তু কি ? আমি । কন্যা কৈ ? এক কণ কন্যা আছে, তাহাকে বিবাহ করিব না । স। এ বাঙ্গালাদেশে কি তোমার যোখ্যা কণ্ঠা নাই ? অামি । হাজার হাজার আছে ; কিন্তু ধাছিয়। মইব কি প্রকারে ? এই শত সহস্ৰ কন্সার মধ্যে কে আমাকে চিরকাল ভালবাসিবে, তাহ! কি প্রকারে বুঝিব ? স। আমার একটি বিদ্যা আছে । যদি পুথিবীতে এমত কেহ থাকে সে, "তোমাকে মৰ্ম্মান্তিক ভালবাসে, তবে তাহাকে স্বপ্নে দেখtষ্টতে পারি। কিন্তু যে তোমাকে এখন ভালবাসে না, ভবিষ্যতে বাসিতে পারে, তাহা আমার বিদ্যার অতীত । অামি । এ বিদ্যা বড় আবশ্ব)ক বিদ্য নহে। যে যাহাকে ভালবাসে, সে তাহাকে প্রায় প্রণয়শালী বলিয়া জানে । স। কে বলিল ? অজ্ঞাত প্রণয়ই পৃথিবীতে অধিক ; তোমাকে কেহ ভালবাসে ? তুমি কি তাহাকে জান ? 9 আমি । আত্মীয়স্বজন ভিন্ন কেছ যে আমাকে বিশেষ ভালবাসে, এমত জানি না । স তুমি আমাদের বিদ্যা কিছু প্রত্যক্ষ করিতে চাহিতেছিলে, আজ এষ্টটি প্রত্যক্ষ কর । আমি । ক্ষতি কি ? স। তবে শয়নকালে আমাকে শয্যাগৃহে । ডাকিও । আমার শষ্যাগৃহ বহিৰ্ব্বাটীতে । আমি শয়নকালে সন্ন্যাসীকে ডাকাইলাম। সন্ন্যাসী আসিয়া আমাকে শয়ন করিতে বলিলেন । আমি শয়ন করিলে তিনি বলিলেন, "যতক্ষণ আমি এখানে থাকিব, চক্ষু চাহিও না । আমি গেলে যদি জাগ্রত থাক, চাহিও ।” সুতরাং আমি চক্ষু মুদিয়া রহিলাম—সন্ন্যাসী কি কৌশল করিল, কিছুই জানিতে পারিলাম না। সন্ন্যাসী যাইবার পূৰ্ব্বেই আমি নিদ্রাভিভূত হইলাম । সন্ন্যাসী বলিয়াছিল, পৃথিবীর মধ্যে যে নায়িকা আমাকে মৰ্ম্মান্তিক ভালবাসে, আদ্য তাহাকেই আমি স্বপ্নে দেখিব ; স্বপ্ন দেখিলাম বটে। কলকল গঙ্গাপ্রবাহমধ্যে সৈকতভূমি, তাহার প্রান্তভাগে অৰ্দ্ধজলমগ্না—কে ? ??ब्दी ایجیته که পরদিন প্রভাতে সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন, "কাহঃকে স্বপ্নে দেখিয়াছিলে ?” আমি ৷ কণী ফুলওয়ালী । স । কাণ ? আমি । জন্মান্ধ । সন্ন্যাসী ৷ আশ্চৰ্য্য ! কিন্তু যেই হউক, তাহার অধিক পৃথিবীতে আর কেহ তোমাকে ভালবাসে নী । আমি নীরব হইয়া রহিলাম ।