পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (প্রথম ভাগ).djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজসিংহ - 《이 বাদশাহ রাজসিংহের উপর আজ্ঞ প্রচার করিলেন, জেজেয়া ত দিতে হুইবেই, তাহ ছাড়া রাজ্যে গোহত্যা করিতে দিতে হুইবে এবং দেবালয় সকল ভাঙ্গিতে হইবে । রাজসিংহ যুদ্ধের উদ্যোগ করিতে লাগিলেন । ঔরঙ্গজেবও যুদ্ধের উদ্যোগ করিতে লাগিলেন । এরূপ ভয়ানক যুদ্ধের উদ্যোগ করিলেন যে, তিনি কখন এমন আর করেন নাই। চীনের সম্রাটু, কি পারস্ত্যের রাজা তাহার প্রতিদ্বন্দ্বী হইলে ধে উদ্যোগ করিতেন না, এই ক্ষুদ্র রাজ্যের রাজার বিরুদ্ধে সেই উদ্যোগ করিলেন । আৰ্দ্ধেক আসিয়ার অধিপতি সের (Xerxes ) যেমন ক্ষুদ্র গ্রীসরাজ্য জয় করিবার জন্য আয়োজন করিয়াছিলেন, সপ্তদশ শতাব্দীর সের, ক্ষুদ্র রাজা রাণী রাজসিংহকে পরাজয় করিবার জন্য সেই- . রূপ উদ্যোগ করিয়াছিলেন । এই দুইটি ঘটনা পরস্পর তুলনীয়, ইহার তৃতীয় তুলনা আর নাই । আমরা গ্ৰীক ইতিহাস মুখস্থ করিয়া মরি—রাজসিংহের । ইতিহাসের কিছুই জানি না, আধুনিক শিক্ষার স্বফল ।