পাতা:বঙ্গবিজেতা.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》够8 रुङ्गदिएछज्र ! পশ্চাত্ত্বে দ্বিতীয় শ্রেণী দণ্ডায়মান রহিয়াছে, তাহার পশ্চাতে তৃতীয় শ্রেণী, ইত্যাদি। সুতরাং যুদ্ধের সময় প্রথম শ্রেণী পরিশ্রান্ত হইলে দ্বিতীয় শ্রেণী অগ্রসর হইতে পারিবে, তাহদের পর আবার তৃতীয় শ্রেণী সম্মুখীন হইবে, এইরূপে ক্রমান্বয়ে প্রত্যেক শ্রেণীই এক একবার করিয়া বিশ্রাম করিতে পারিবে । সম্মুখে শত্রুর আক্রমণ রুদ্ধ হইবে, পশ্চাতে পরিখার জল, সেদিকৃ হইতে আক্রমণের সস্তাবনা নাই,-সেই পরিখার নিকট কয়েক জন দুই চারিট নারিকেল ও অন্যান্য বৃক্ষ কৰ্ত্তন করিয়া সেতু বন্ধন করিতেছিল। মুহূৰ্ত্তমধ্যে শত্রু আসিয়া পড়িল, ইন্দ্রনাথের হৃদয় উৎসাহে পরিপূর্ণ হইল ! আজি প্রায় তিন চারি মাস পর্য্যন্ত মুঙ্গের নগর বেষ্টিত ছিল, কিন্তু অদ্য যেরূপ দুই পক্ষই তীযণ সাহস প্রকাশ করিয়া যুদ্ধ করিতে লাগিল, এরূপ কখনও দেখা যায় নাই। ব্যুহ ভেদ করিতে পারলেই রাজা টোডরমল্ল পরাস্ত হইবেন, এই জ্ঞানে শক্রয়৷ সাগর-তরঙ্গের ন্যায় বার বার ভীষণ আক্রমণ করিতে লাগিল, কিন্তু সে द्रुश् ভাঙ্গিবার নহে,—পৰ্ব্বতশেখরের ন্যায় বার বার শক্রদয়ে তরঙ্গমালা দুরে নিক্ষেপ করিতে লাগিল । শক্রর অধিক সংখ্যক্ বলিয়া তাই দিগের বড় উপকার হইল না, কেননা ইন্দ্রনাথ যেরূপ কৌশলে ব্যুহ নিৰ্ম্মাণ করিয়াছিলেন, তাহাতে একেবারে এক শত জনের অধিক শক্ত আসিয়া সে ব্যুহ আক্রমণ করিতে পারিল না, বরং সেই অল্প স্থানের মধ্যে দুই সহস্ৰ সৈন্যের চলাচলের ব্যাঘাত হইতে লাগিল । তথাপি শক্রয়া অদ্য বার বার সিংহ-গৰ্জ্জন করিয়া সিংহ বিক্রয় প্রকাশ করিতেছিল, বীরমদে উন্মত্ত হইয়। বার বার ভাষণ শব্দ করিয়া সেই ব্যুহভঙ্গের চেষ্টা করিতে লাগিল । ইন্দ্রনাথের সৈন্যেরাও সাহলে হীন ছিল না । আদ্য তিন চারি মাস অবধি ইন্দ্রনাথের অধীনে যুদ্ধ করিয়া যে যুদ্ধকৌশল শিখিয়াছিল, তাহ ওদ্য প্রকাশ কবিতে লাগিল। বিশেষ অদ্য স্বয়ং রাজ টোডরমল্লের দ্বারা চালিত হইয় তাহাদিগের উৎসাহ ও উল্লাসের সীমা ছিল না। ইন্দ্রনাথ তারের মত ব্যুহের এ পার্থ হইতে ও পার্শ্বে এদিক হইতে ওদিকে অশ্বচালন করিতে লাগিলেন । যেখানে যেখানে শত্রুরা অতিশয় পরাক্রম প্রকাশ করিতেছিল, দেখিয়া দেখিয়া সেই সেই স্থানে সম্মুখীন হইতে লাগিলেন এবং আপনার বিচিত্র অস্ত্রচালনা দ্বারা শত্রুপক্ষকে কম্পিত করিতে ও স্বপক্ষকে উৎসাহে পরিপূর্ণ করিতে লাগিলেন। মধ্যে মধ্যে উচ্চৈঃস্বরে বলিতে লাগিলেন, “আজি মহারাজ স্বয়ং তোমাদের যুদ্ধ BBBBBBSBB BBBBBBB BBB BB BBBB BBBSDD