পাতা:বঙ্গবিজেতা.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ $ సి• } একত্রিংশৎ পরিচ্ছেদ । ماہجھ هی تقسام সপ্তম পুর্ণিমা । حسین مهم است If after every tempest come such calms, May the winds blow till they have wakened death. Shakespeare. আজি পূর্ণিমা তিথি, কিন্তু আকাশ দেখিলে কে বলিবে আজি পূর্ণিমা ? গভীর ধূম্ৰবৰ্ণ মেঘরাশিতে আকাশ অদ্য আচ্ছন্ন রহিয়াছে, জগৎ ভীষণ অন্ধকারে আচ্ছন্ন রহিয়াছে। মধ্যে মধ্যে বিদ্যুৎ-লতার ভীষণ আলোকে সেই অন্ধকার মুহুর্ভের জন্য উদ্দীপ্ত হইতেছে। আবার পূর্বাপেক্ষা ঘোরতর অন্ধকার হইতেছে । আশার ক্ষণস্থায়ি জ্যোতি লীন হইলে, হতভাগ্যের পক্ষে সংসার যেরূপ পূৰ্ব্বাপেক্ষ ঘোরতর তিমিরাচ্ছন্ন বোধ হয়, বিদ্যুৎ-আলোকের পর জগৎ সেইরূপ অধিকতর ঘোর অন্ধকারাচ্ছন্ন দেখাইতেছিল। মুষলধারা বৃষ্টিতে ক্ষেত্র, গ্রাম, পথ, ঘাট সকল ভাসিয়া যাইতেছিল, মুহূৰ্ত্তে মুহূর্তে যেন সেই বৃষ্টি বৃদ্ধি পাইতেছে বোধ হইতেছিল। বায়ু রহিয়া রহিয়া অতিশয় ভীষণ শব্দে প্রবাহিত হইতেছিল, নদীতে কোন কোন নৌকা, ছিন্নবন্ধন হইয়৷ মগ্ন হইতেছিল, কোন কোন খান বা ঘূর্ণিত হইতেছিল, বৃক্ষের শাখা, ঘরের চাল- ভীষণবেগে উড়িয়া যাইতেছিল । সেই বায়ুয় শব্দের মধ্যে মধ্যে ভীষণতর মেঘের অনেকক্ষণস্থায়ী গর্জন জগৎসংসার ত্রস্ত ও কম্পিত করিতেছিল। এরূপ ভীষণ বাত্যায় সরল একাকী চতুৰ্ব্বেষ্টিত দুর্গেয় অন্ধকারাচ্ছন্ন উদ্যানের মধ্যস্থ একটা জনশূন্য কুটারাভ্যন্তরে বসিয়া আছে, কিজন্য ? বালিকার হৃদয়ে কি ভয় নাই, এই অন্ধকারে এই ভয়াবহ মেঘগৰ্জ্জনে বালিকার হৃদয়ে কি শঙ্কা হইতেছে না ? না, আদ্য সরলার চিত্তে তার ভর নাই, অদ্য সরল কাহাকেও ভয় করে না । সুখের আশা, জীবনের আশা অদ্য শেষ হইয়াছিল, যাহার অাশা নাই, তাহার ভয় কিসের ? আকাশে যে ভীষণ বিদ্যুৎ ক্ষণে ক্ষণে নয়ন ঝলসিতে ছিল, সরল স্থিরদৃষ্টিতে তাহার দিকে অবলোকন করিতেছিল। তাহার পর যে ভয়ানক মেঘগর্জন হইতেছিল, সরলা স্থিরচিত্তে তাহা ও শ্রবণ করিতেছিল। ভয়শীলা, বিহবল বালিকা অদ্য ভয়শূন্য হইয়াছে, কেননা