পাতা:বঙ্গবিজেতা.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

सङ्गएिको छ । 食象$ দ্রুতবেগে চন্দ্রশেখরের নিকট আসিয়া তাহার হৃদয়ে আপন মুখ লুকাইয়া কমলা রোঁদন করিয়া উঠিলেন । চন্দ্রশেখর বিস্মিত হইয়া কুশল জিজ্ঞাসা করিলেন । কমলা বলিলেন,—

  • পিতা, এতদিন আপনাকে পিতা বলিয়াড়ি, তাপনিও তামাকে কন্যার অধিক স্নেহ করিয়াছেন, অদ্য জানিলাম আপনি যথার্থই আমার জন্মদাতা ।”

সকলেই বিস্মিত হইল। চন্দ্রশেখর কমলাকে ক্রোড়ে লইয়া চুম্বন করিয়া সবিশেষ কথা জিজ্ঞাসা করিলেন । কমলা অনেক কষ্টে অশ্রু সম্বরণ করিয়া বলিতে লাগিলেন,—“ আপনি অনেকবার আমাকে বলিয়াছেন, আপনি আপন কন্যাকে শৈশবাবস্থায় গঙ্গাসাগরে বিসর্জন দিয়ছিলেন,—তথা হইতে তাহকে কে তুলিয়া লয় জানেন ?” 领 চন্দ্র ৷ ‘ নবদ্বীপনিবাসী হরিদাস ভট্টাচাৰ্য্য ।” 鱷 কম । “ তবে আর সন্দেহ নাই, আমি সেই নবদ্বীপের হরিদাস ভট্টাচার্য্যের দ্বারা পালিত, তিনি ও সৰ্ব্বদা আমাকে বলিতেন, আমি চন্দ্রশেখর নামক যোগী পুরুষের কন্য। ” চন্দ্রশেখরের বদনমণ্ডল আনন্দ শ্রম্ভে ভাসিয়া গেল । বলিলেন, “ ভগবান কি আমার এই বৃদ্ধ বয়সে আমার প্রতি এত অনুগ্রহ করিবেন, আমার প্রাণের কন্যাকে কি ফিরিয়া পাইলাম,” এই বলিয়া কমলাকে পুনরায় বক্ষে লইয়া তালিঙ্গন করিলেন ; পরে বুলিলেন,—“ কমল৷ আর একটী কথা আছে,—তোমার শরীরে কোন স্থানে কোন চিহ্ন আছে ?” কমল৷ পিতাকে নিভৃত স্থানে লইয়া গেলেন । তথায় বক্ষঃস্থল হইতে বস্ত্র অপসারিত করিলে চন্দ্রশেখর দেখিলেন, স্তনদ্বয়ের মধ্যে শিবের আকৃতি এক্ষণও স্পষ্ট দেখা যাইতেছে । তখন চন্দ্রশেখর আনন্দে সংজ্ঞাশুন্য হইয়। উচ্চৈঃস্বরে রোদন করিয়া উঠিলেন। কমলাকে ক্ৰোড়ে লষ্টয়া আলিঙ্গন করিলেন, বার বার মুখচুম্বন করিতে লাগিলেন ও বলিতে লাগিলেন, “আজি আমার কি সুখের দিন, আজি যদি আমার অভাগিনী গৃহিণী জীবিত থাকিত, প্রাণের দুহিতাকে একবার আলিঙ্গন করিয়া হৃদয় শক্ত করি ত ।” তখন চন্দ্রশেখর কমলাকে সকল কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। এতদিন কোথায় ছিলে, আর অদ্য এ মুখের সংবাদ কোথা হইতে পাইলে -