পাতা:বঙ্গবিজেতা.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২৬ { পঞ্চম পরিচ্ছেদ । --محسجون هيسباسم রুদ্রপুর পরিত্যাগ । تنسيج يستند And there were sudden partings, such as press The life from out young hearts, and choking sighs That ne'er might be repeated. Who could guess, If e'er again should meet those mutual eyes, Since upon a night so sweet such awful morn could rise - Byron. ইন্দ্রনাথ যে যথার্থ প্রেমের দাস, তাহ! পাঠক মহাশয় অবগত হইয়াছেন । তাহ ভিন্ন আর কিছু বিশেষ পরিচয় দিতে আমরা অভিলাষ করি । রাজা সমরসিংহ বঙ্গদেশীয় সমস্ত হিন্দু জমীদারদিগের সম্পদকালে পরম বন্ধু ও বিপদকালে একমাত্র অবলম্বন এবং তাশ্রয় ছিলেন । তিনি নিজ সাহস ও বাহুবলে যে খ্যাতি ও ক্ষমতা লাভ করিরাছিলেন, তদ্বারা স্বধৰ্ম্মাবলম্বী জমীদারদিগের বঙ্গদেশে গৌরব বৰ্দ্ধন করিবার চেষ্টা করিতেন। ফলতঃ বিপদকালে তাহার নিকট উপকার প্রাপ্ত হন নাই, এপ্রকার জমীদার প্রায় বঙ্গদেশেই ছিল না । ইচ্ছাপুরের প্রজারঞ্জন জমীদার নগেন্দ্রনাথ চৌধুরী রাজ সমরসিংহের বিশেয অনুগ্রহভাজন ছিলেন । নগেন্দ্রনাথও রাজা সমরসিংহকে জ্যেষ্ঠ ভ্রাতৃবং শ্রদ্ধা করিতেন ও র্তাহার আজ্ঞা নং লইয়া কোন কাৰ্য্যই করিতেন না । রাজা সময়সিংহের মৃত্যুর পর নগেন্দ্রনাথ বিধবা রাজ্ঞী ও রাজকুমারীর জন্য অনেক অনুসন্ধান করিরছিলেন ; কিন্তু তাহারা ছদ্মবেশে চতুৰ্ব্বেষ্টিত দুর্গ হইতে পলায়ন করাতে কেহই তাহদের কোন সন্ধান পাইল না । বিশেষতঃ রাজা সমরসিংহের অপত্যের নিমিত্ত অধিক স্নেহ প্রকাশ করিলে ‘রাজাধিরাজ সতীশচন্দ্রের ক্রোধভাজন হইতে হইবে, এই বিবেচনায় আন্তরিক গ্রেহও কিঞ্চিৎ পরিমাণে সংবৃত রাখিতে হইয়াছিল। মানবহৃদয়ে স্নেহরঞ্জ অতি স্বক্ষ ও ক্ষণস্থায়ী, স্বার্থপরতা যৎপরোনাস্তি প্রবল। দিনে দিলে, সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে নগেন্দ্রনাথ আপনার উন্নতিপথে ধাবিত হইতে লাগিলেন ; যাহাতে আপনায় ধন, যান, ক্ষমতা বৰ্দ্ধন হয়, যাহাতে: বঙ্গদেশের শাসনকর্তা ও দেওয়ান মহাশয়ের প্রণয়ভাজন হইতে পারে : তাহারই চেষ্টা করিতে লাগিলেন। দিলে দিনে সপ্তাহে সপ্তাহে,- }