পাতা:বঙ্গবিজেতা.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

to বঙ্গবিজেতা । ኳፃ ੋਂ বিধবা ও অনাথ। কন্যার কথা বিস্কৃত হইতে লাগিলেন । বৎসর মধ্যেই সে দুঃখের কথা তিনি সম্পূর্ণরূপে ভুলিয়া গেলেন : রাজা সমরসিংহের যে বিধবা স্ত্রী ও অনাথ কন্যা আছে, তাহ নগেন্দ্রনাথের স্মরণপথ হইতে এককালে দূরীভূত হইল । পাঠক মহাশয় নগেন্দ্রনাথকে কৃতঘ্ন পামর বলিয়া মনে করিবেন। আমরা এইমাত্র বলিতে পারি, যদি নগেন্দ্রনাথ কৃতঘ্ন হয়েন, তবে এই বিপুল সংসারে ১০০ জনের মধ্যে ৯৯ জন লোক কৃতঘ্ন । পাঠক মহাশয় । এই অখিল ভূমণ্ডলের প্রতি দৃষ্টি করুন। ইহার মধ্যে কয়জন উপকারেয় প্রত্যুপকার করিবার জন্য আপন পথে কাটা দেন,—কয়জন পূৰ্ব্বকৃত উপকণর স্মরণে আপন স্বর্থসাধনে বিরত হন । স্নেহ, দয়া, মায়া, এসকল স্বৰ্গীয় পদার্থ। কিন্তু স্বার্থপরতা প্রতিদ্বন্দ্বী হইলে স্নেহ কতদিন থাকে,— মায়ার পত্র নয়নের বহির্গত হইলে মায়। কতদিন থাকিতে পারে ? আমরা যদি নগেন্দ্রনাথের প্রতি রাগ করিয়া থাকি, তবে নগেন্দ্রনাথকৃত অপরাধ হইতে আপনি নিরস্ত থাকিতে চেষ্টা করি । বোধ করি, অনেক দরিদ্র আত্মীয় কুটুম্ব আমাদিগের মুখ চেয়ে আছে, তাহাদিগকে যেন আশ্রয় দান করি ; বোধ করি, অনেক অনাথ বিধবা যতনায় ও কষ্টে কথঞ্চিৎ জীবন ধারণ করিতেছে, স্বার্থপরতা ত্যাগ করিয়া তাহদের সহায়তা দানে যেন ধাবমান হই। এ দুঃখপূর্ণ সংসারে চারিদিকে যে দুঃথরাশি দেখিতে পাই তাহা সমস্ত নিবারণ করা মনুষ্যের অসাধ্য ; কিন্তু যদি একজন ক্ষুধাৰ্ত্তকে অন্ন দান করিতে পারি, একজন তৃষাৰ্ত্তকে স্নেহবারি দিয়া তুষ্ট করিতে পারি, একজন অনাথিনীর নয়নজল মোচন করিতে পারি, তবে এ কার্য্যক্ষেত্রে আমরা বৃথা জন্ম ধারণ করি নাই । নগেন্দ্রনাথের পুত্র সুরেন্দ্রনাথ এজগতে বৃথা জন্ম ধারণ করেন নাই। স্বার্থসাধনে এতদূর বিমুখ, যে অনেক সময়ে লোকে তাহাকে পাগল বলিত,স্বার্থসাধনে তৎপয় হইলেই লোক জগতে বুদ্ধিমান বলিয়া পরিগণিত হয়। ধনবান্‌ জৰ্মীদারের পুত্র হইয়াও ধনে তাহার আদর ছিল না ;–উচ্চ বংশে . জন্মগ্রহণ করিয়াও তিনি কৃষকদিগের সহিত বাক্যালাপ করিতে ভাল বাসিতেন ;–কথন কখন কৃষকদিগের সহিত বাস করিতেন;-সদাই কৃষকদিগের পরম বন্ধু ছিলেন । কতবার তিনি ছদ্মবেশে কৃষকদিগের গ্রামে গ্রামে ভ্রমণ করিতেন, তাহ বলিয়া শেষ করা যায় না। যখন লায়ংকালে শুনকদিগের কুটারে প্রদীপ জঙ্গিত, যে সময়ে গো-শালায় গাভী সকল আলিয়া প্রবেশ কৰিত কতবার তিনি কুটারালীয় পার্থে ইষ্কৃতত বিস্ত্রণ