পাতা:বঙ্গবিজেতা.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

속 বঙ্গবিজেতা । “আমার মাতাঠাকুরাণী আমাকে কখন নিষ্ঠুর বাক্য বলেন নাই। তিনি আমার হৃদয় জানিতেন ও আমাকে এরূপ ভাল বাসিতেন যে, কখনও তাহার একটী কথাতেও মনে বেদন জন্মে নাই । (বলিতে বলিতে বক্তার চক্ষু জলে পরিপূর্ণ হইল । ) আমিও তাহাকে যেরূপ ভাল বাদিতাম, সস্তানে মাতাকে সেরূপ ভালবাসে নাই । আমি পিতার অবাধ্য হইয়াছি ; গুরুর অবাধ্য হইয়াছি ; কিন্তু কস্মিনৃকালেও মাতার একটী কথা অবহেলা করি নাই। গৃহের সমস্ত লোকে উপরোধ করিলে, ভয় প্রদর্শন করিলে, প্রহার করিলে, আমি যে কাৰ্য্য না করিতাম, মতি৷ ইচ্ছা প্রকাশ করিলেই আমি তাহা করিতাম,---হায় ! সে স্নেহের প্রতিমাকে আমি আর দেখিতে পাইব না।” বলিতে বলিতে, বক্তার কণ্ঠরুদ্ধ হইল, মুখ নত করিয়া অনবরত অশ্রুবিন্দু বিসর্জন করিতে লাগিল । সুরেন্দ্রনাথ অতিশয় দুঃখিত হইয়। জিজ্ঞাসা করিলেন, “ কেন, তোমার মাতার কাল হইয়াছে ?” নাবিক উত্তর করিল, “ শুনিয়াছি তাহার কাল হইয়াছে।” ক্ষণেক ক্ৰন্দনের পর হৃদয় কিঞ্চিৎ শান্ত হইলে পুনরার রলিতে লাগিল--- “ আমার পিতা ও তামাকে স্নেহ করিতেন, কিন্তু তাহার স্বভাব রুষ্ট ছিল । আমার এ বিজাতীয় ক্রোধ কতক অংশে আমি তাহারই নিকট হইতে প্রাপ্ত হইরাছি । বিশেষতঃ সংসার-চিন্তায় জালান্তন হইয়া অনেক সময়ে তিনি মিথ্যা ক্রোধ করিতেন । আমাকে যথার্থ ভাল বাসিতেন ; আমার মুখ্যাতি শুনিয় তাহার লোচন আনন্দে উৎফুল্ল হইত ; আমার নিন্দ শুনিলে তাহার মুথ স্নান হইয়া যাইত ; কিন্তু তথাপি তিনি স্বাভাবিক ক্রোধ BBBB BBBB BBBBB BS BB BB BB BBB BBB BBB BBBD হইত ; শরীর কম্পিত হইত ; অনেক সময় অকারণে প্রস্থার ও তিরস্কার করিতেন । একদিন আমাকে নির্দোষে নির্দয় হইয়। প্রহার করিলেন ও বলিলেন, ‘ তোর মুখ আর দেখিতে চাহি না, আমার গুহ হইতে বাহির হইয়। যা চলিলাম, বলিয়। আমি পিতৃগৃহ হইতে নির্গত হইলাম ।

  • প্রহারে ও তিরস্কারে অনেক বালক শাস্ত হয়, কিন্তু তামি ক্রোধে অন্ধ হইলাম ; চারিদিক্‌ শুন্য দেখিতে লাগিলাম ; হৃদয়ে হুতাশন জলিতে লাগিল। সেই হুতাশন পিতৃভক্তি, মাতৃস্নেহ, কনিষ্ঠের প্রতি ভালবাসা, সকলই দগ্ধ করিল। সেই হুতাশনে আমার ভাবী সংসার-সুখ, পিতামাতার আশা ভরসা একেবারে দগ্ধ করিল। পিতা আমাকে দূর হইত্নে বলিলেন,