পাতা:বঙ্গবিজেতা.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वैन्नबिंदजङां । * ๆ হিন্দুধৰ্ম্মে তাহার অচল ভক্তি ছিল, ইতিহাসে তাহার অনেক উদাহরণ দেখিতে পাওয়া যায় । একদা দিল্লীশ্বর আকবরসাহের সহিত,পঞ্চাব গমন করিবার সময় দ্রুত ভ্রমণবশতঃ তাহার কতকগুলি দেবপ্রতিমা নষ্ট হইয়া গিয়াছিল । টোডরমল্ল প্রাতঃকালে দেবারাধনা না করিয়! কোন কৰ্ম্মই করিতেন না, জলগ্রহণও করিতেন না । সুতরাং দেবপ্রতিমা নষ্ট হওয়াতে প্রতিজ্ঞা করিলেন, কোন কাৰ্য্যই করিবেন না ও কয়েক দিন অনাহারে রহিলেন । আকবরসাহ অনেক অনুরোধ করিয়াও র্তাহাকে কোন কাৰ্য্য করিতে লওয়াইতে পারিলেন না। আবুল ফজেল প্রভৃতি আকবরের মুসলমান অমাত্যগণ টোডরমল্লকে “ গোড় ” হিন্দু বলিয়। সততই নিন্দাবাদ করিত, কিন্তু মহামুভব দিল্লীশ্বর তাহা গ্রাহ করিতেন না । যখন টোডরমল্ল বৃদ্ধ হইলেন, যখন তাহার যশে ভারতবর্ষ পরিপূর্ণ হইল, যখন র্তাহার পদ ও গৌরব পরাকাষ্ঠ প্রাপ্ত হইল, তিনি সেই পদ ও সম্মানে জলাঞ্জলি দিয়া গঙ্গাতীরে মানবলীলা সম্বরণ করিবেন, এই অভিলাষে দিল্লীশ্বরের অনুযত্যনুসারে রাজকৰ্ম্ম পরিত্যাগ করিয়া হরিদ্বার পর্য্যন্ত গমন করেন । ফলতঃ র্তাহার অপেক্ষ ধৰ্ম্মপরায়ণ লোক ভারতবর্ষের পুরাবৃত্তে আর দেখা যায় না । ক্রমান্বয়ে তিনবার বঙ্গদেশ জয় করিয়া রাজা টোডরমল্ল সাহস ও যুদ্ধকৌশলের বথেষ্ট প্রমাণ দেন। প্রথম বার মনাইম খার ও দ্বিতীয়বার হোসেনকুলীখার অধীনে আসিয়াছিলেন বটে, কিন্তু তঁহারই সাহসে ভূঁইবারই জয়লাভ হয়। এমন কি, প্রথমবার বখন কটকের যুদ্ধে মনাইমর্থ। যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করেন, রাজা টোডরমল্ল অসম্ভব সাহস প্রকাশ করিয়াই জয়লাভ করিয়াছিলেন । তৃতীয়বার, তিনি স্বয়ংই সেনাপতি হইয়া আসিয়াছিলেন । কেবল বঙ্গদেশে নহে, তিনি যেস্থানে যাইয়াছিলেন, সেই স্থানেই অপূৰ্ব্ব বীরত্ব প্রদর্শন করিয়াছিলেন । গুজরাটু প্রদেশে বিদ্রোহীদিগের সহিত যে সকল যুদ্ধ হয়, তাহাতে টোডরমল্প সিংহের মত বীরত্ব, প্রকাশ করিয়াছিলেন । ಶ್ಗ সেনাপতি ভিজারখ পলায়ন-ধ “তৎপর হইয়াছিলেন, কিন্তু রাজা টোডরমল্প তাহাকে নিষেধ করিয়া এরূপ, অপূৰ্ব্ব বীরত্ব প্রকাশ করিলেন যে, বিজয়লক্ষ্মী অগত্য র্তাহীরই অস্কশায়িনী হইলেন । আকবরসাহের অসংখ্য সেনাপতি ছিল, কিন্তু তাহদের মধ্যে টোডরমল্ল অপেক্ষ কোন সেনাপতিই অধিক বীরত্ব ও সাহস দেখাইতে পারেন নাই । আকবরসাহ সমগ্র ভারতবর্ষের রাজস্ব-স্থিরীকরণ-ভার রাজা টোডরমল্লের উপর ন্তস্ত করেন। সেই দুরূহ কৰ্ম্ম তিনি যেরূপে সম্পন্ন করেন,