পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘনশ্যাম দাসের পদাবলী। ঘনঙ্গম দাস প্রসিদ্ধ পদকর্তা গোবিন্দ কবিরাজের পৌত্র ও দিব্যসিংহের পুত্র। “বঙ্গভাষা ও সাহিত্যের” ৩-৩ পৃষ্ঠা দ্রষ্টব্য। গোবিন্দ-রতিমঞ্জরী । প্রায় দুই শত বৎসরের প্রাচীন হস্তলিপিযুক্ত “গোবিন্দ-রতিমঞ্জরীর” একখানি পুথি হইতে সঙ্কলিত হইল। এই গ্রন্থ এ পর্য্যন্ত মুদ্রিত হয় নাই । গৌরচন্দ্রিক । পেখলু গৌরচন্দ্র অনুপাম। যাচি দেওত মূল নাহি ত্রিভুবনে ঐছে রতন হরিনাম ॥ (১) অবহু চরিতামৃত শ্রতিপথে সঞ্চরু হৃদয়-সরোবর পূর। হেরইতে নয়ন অধম মরুভূমহি হোয়ত পুলক-অঙ্কুর ॥ নাম হিয়াক তাপ মোর মেটই তাহে কি চাদ উপামে । কহে ঘনশ্যাম দাস নাহি হোয়ত কোটি কোটি একু ঠামে। (২) রাধার পূর্বরাগ । উজর হার উর (৩) পীত বসন ধর ভালহি চন্দন-বিন্দু। মিলিত বলাকিনী তড়িত জড়িত মণি উপরে উজোরল ইন্দু। (৪) - - o (১) ত্রিভুবনে যাহার মূল্য হয় না এমন হরিনাম যাচিয়া দেয়। (২) কোটি কোটি চাদ একত্র হইলেও তাহার উপমা হয় না। (৩) বক্ষে উজ্জল হার । (৪) উজ্জল মুক্তাহার একত্রীভূত বলাকার সঙ্গে উপমিত হইয়াছে। যথা, কৃষ্ণকমলের পদে–“স্থল মুক্তাহার ছলিতেছে গলে। মনে হয় যেন বকপাতি চলে ॥” o “তড়িত জড়িত মণি”--কৃষ্ণের পীতাম্বরের সঙ্গে উপমিত। যথা, কৃষ্ণBBBB BBBSSSBBBB BB BB BBBBBS S উজোরল ইন্দু=চন্দ উজ্জল হুইয়া প্রকাশ পাইল ”