পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—ঘনশ্যাম দাস—১৭শ শতাব্দী। 〉eb-s) করযুগে ঝাপি বয়ান ধনী লাজহি হেরত আঙ্গুরী সাধি। কহ ঘনশ্যাম দাস তছু মানস লোচন সঞে তহিঁ বাধি ! (১) শুন শুন আজুক রজনীক রঙ্গ । তুর সখি অঙ্গভঙ্গি সঞ্চে আয়ল সঙ্গহি পহিলে অনঙ্গ । মধুর আলাপন শুনইতে সে পুন নটন ঘটন করু মোরি। শুনি নুপুর-ধ্বনি শর-বরিখন (২) মন বিছুরণ উনমত হোই। শর সঞে কুসুম-শরাসন ডারল (৩) কিঙ্কিণী-রব যব ভেল। নিজ-বৈভব তব হরথি বরাখি সব মদন মুগধ ভৈগেল। (৪) হাম পুন কি করি কাহঁ আছয়ে অনুভব ওর (৫) না পাই। কছ ঘনশ্যাম দাস জগ-মানুষ মোহন মোহিনী রাই ॥ ভাবসম্মিলনের পূর্বাভাস । আজু হাম স্বপনে সমুথে এক মুনিবর হেরি করল পরণাম। সো মোহে কহল অচিরে তুয়া মঙ্গল পূর্ব মানস-কাম । সজনি এ পুলক হই সব কোই। রজনী-শেষ সময় অরুণোদয় স্বপন বিফল নাহি হোই ॥ আয়ব কান পুনৰ্হি কিয়ে ব্রজ-মাহ ঐছে মনহি যব কেল। তবহি একজন ফুকরয়ে আয়ত উতরহি ইঙ্গিত ভেল। (৬) ফুরয়ে বাম নয়ন ভুজ ঘন ঘন হোয়ত মনহু উল্লাস। ঐছন সুলক্ষণ আনন হত পুন ভণ ঘনশ্রাম দাস ॥ (১) লজ্জায় করযুগে চক্ষু আবৃত করিয়া রাধিক অঙ্গুলির অগ্রভাগ খুটিতে লাগিলেন। ঘনশ্যাম দাস বলেন, যেন ইচ্ছা যে চক্ষের সঙ্গে শ্ৰীকৃষ্ণকেও তিনি বাধিয়া রাখেন। (২) বরিখন = বর্ষণ । ডারল=ফেলিয়া দিল । (৪) যখন কিঙ্কিণীর শব্দ হইতে লাগিল, তখন শরসহ ধনুখানি ফেলিয়া দিয়া নিজের সমস্ত বৈভব নিঃশেষ করিয়া মদন নিজেই মুগ্ধ হইল। (৫) সীমা। (৬) ব্ৰজে কৃষ্ণ আসিবেন এই কথা যখন মনে হইল, তখনই একজন হঠাৎ (অন্ত কাহারও কথা, প্রসঙ্গে) বলিয়া উঠিল “আসিয়াছে (আয়ত),”— উহাই ইঙ্গিতে আমার উত্তর-স্বরূপ হইল। ১৩৭