পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলাওলের পদ্মাবৎ ! আলাওল অনুমান ১৫৭৮ খৃঃ অব্দে জন্মগ্রহণ করেন। বিশেষ ৰিৰরণ বঙ্গভাষা ও সাহিত্যের ৫৬৯–৫৮০ পৃষ্ঠায় দ্রষ্টব্য। ঈশ্বর-স্তোত্র । প্রথমে প্রণাম করি এক করতার (১)। যেই প্রভু জীব-দানে স্থাপিল সংসার ॥ করিল পৰ্ব্বত আদি জ্যোতির প্রকাশ । তার পরে প্রকটল সেই কবি-লাস (২) । স্বজিলেক আগুন পবন জল ক্ষিতি । নানা রঙ্গ হুজিলেক করে নানা ভাতি ॥ স্বজিলেক পাতাল মহী স্বর্গ নৰ্ক আর । স্থানে স্থানে নানা বস্তু করিল প্রচার ॥ স্বজিলেক সপ্ত মহী এ সপ্ত ব্ৰহ্মা গু। চতুর্দশ ভুবন স্বজিল খণ্ড খণ্ড । স্বজিলেক দিবাকর শশী দিবা রাতি। স্বজিলেক নক্ষত্ৰ নিৰ্ম্মল পাতি পাতি ৷ স্বজিলেক সুশীতল গ্রীষ্ম-রৌদ্র আর (৩) । করিল মেঘের মাঝে বিদ্যুৎ-সঞ্চার । স্বজিলেক সমুদ্র মেরু জলচর-কুল। স্বজিলেক শিপিতে (৪) মুক্ত রত্ন বহুমূল। স্বজিলেক বন তরু পক্ষী নানা স্তাদ (৫)। স্বজিলেক নানা রোগ নানান ঔষধ৷ স্বজিয়া মানব রূপ করিল মহৎ । অন্ন আদি নানা বিধি দিয়াছে ভোগত (৬) ॥ স্বজিলেক নৃপতি ভূঞ্জয়ে সুখে রাজ । হস্তী অশ্ব নর আদি দিছে তার সাজ । (১) এক করতার = এক কৰ্ত্তার = অদ্বৈত ঈশ্বরের। (২) কবির লাস অর্থাৎ আদি কবির (ব্ৰহ্মার) ইচ্ছা। (৩) সুশীতল শীত ঋতু। গ্রীষ্ম রৌদ্র = গ্রীষ্মকালের রৌদ্র। (৪) শিপি অর্থ কিরণ, কিন্তু পূৰ্ব্ববঙ্গে কোন কোন স্থানে ‘শিপি' ঝিনুক অর্থে ব্যবহৃত হয়, এখানে এই ঝিনুক অর্থই মনে হয়। (৫) স্তদ = বেগ = গতি । (৬) ভোগের জন্ত ।