পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ অনুবাদ—আলাওলের পদ্মাবৎ—১৬১৮ খৃঃ । চৌদিকে যুবতীকুল মাঝে শুনায় রব মৃত্যগীত অতিশয় আনন্দ বিভোরে। রোমাঞ্চিত শরীর শ্রমিত প্রেমভাষে অতিরসে রমণী লুলিত পতি-উরে। কুহু-করতাল বংশ কাসর-মণ্ডল সুমধুর স্কুললিত উপাঙ্গ রবাব বাজে। তাঙ্কত খুক্ত থাগৃগ থাগৃগা থুইয়া নারীকুল কুসুমে কিম্বা যত পাখোয়াজে ॥ আনন্দ-সাগর রসের নাগর লহরিত যন্ত্র-গীত-তালে। রসিক নাগরমণি শ্ৰীযুত মাগন গুণী মধুমিত কলাধার রতি-রস ভাষে। হীন আলাওলে কহে সদত বসন্ত সুখী সে বর বসতি রমণী-পাশে ॥ গোপাল দাসের রাধাকৃষ্ণ-রস-কণপলতা । গোপাল দাসের বাড়ী বুদ্ধই পাড়া এবং পদ-কীৰ্ত্তনই তাহার ব্যবসায় ছিল। ১৫৯০ খৃঃ অব্দে ইনি রাধাকৃষ্ণ-রস-কল্পলতা গ্রন্থ রচনা করেন। লেখক তাহার অনেক শিক্ষাগুরুর নাম উল্লেখ করিয়াছেন, তন্মধ্যে র্তাহার পিতৃব্য রাধাকৃষ্ণ দাস, শ্ৰীঘটক ঠাকুর, ব্রজদেবীদাস, গৌরগতি দাস, জয়রাম দাস, রামেশ্বর ভট্টাচাৰ্য্য ও গিরিধর চক্ৰবৰ্ত্তার নাম উল্লেখযোগ্য। খণ্ড, মুদ্রপুর ও যাজিগ্রাম প্রভৃতি স্থানে সৰ্ব্বদা বৈষ্ণবগণ গমনাগমন করিতেন; তাহদের সংসর্গে ইনি বৈষ্ণব-শাস্ত্রে প্রবেশ-লাভ করেন। একবার গ্রন্থকার বৃন্দাবনে গিয়াছিলেন, সেখানে “শ্ৰীমুকুন্দদাস গোসাঞি” তাহাকে শাস্ত্র-সম্বন্ধে অনেক উপদেশ দেন, তাহার ফলে তিনি এই গ্রন্থ রচনা করেন। ১৩২৩ o