পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○8ぐ。 কৃষ্ণের প্রেম-ভিক্ষা বঙ্গ-সাহিত্য-পরিচয় । ভূগুরাম-রূপে ক্ষেত্ৰী করিল সংহার। সেই মত কঁাচলিতে দেখিএ তোমার। রামরূপে সিন্ধু বান্ধি বধিলুম রাবণ। শুগম-অঙ্গ কাচলিতে অতি স্বভাজন। ভাই বলভদ্র আর হেন দেথি রূপ। এতেকে দ্বিগুণ আমার বাড়িয়াছে কোপ ৷ বুদ্ধ অনুরূপ যোগ বাথান করিল। কাচলিতে আছে তাহ লিখিত সকল । কি কি রূপ লিখিয়াছে কঠিন ত কৰ্ম্ম । ম্লেচ্ছ সব বিনাশিতে হাতে খড়গ-চৰ্ম্ম ॥ (১) অগ্নিবর্ণ পাটগম্বর পরিছ রূপসি। শিরীষ জিনিঞ তনু কমল-বিলাসী। বড় হীন তব স্বামী অবুদ্ধি কেবল। তুমি হেন যুবতী পাঠাইছে নিতে জল ৷ এতেক মধুর বাক্য বোলেন নন্দের কুমার। শুনিঞা সুন্দরী রাধা না দিল উত্তর ॥ কাখে কুম্ভ লইয়া চলিল যত সখী। বসনে বদন ঢাকি চলে চন্দ্রমুখী ॥ কটাক্ষে লাবণ্য-রসে ফিরি ফিরি চায়। বুঝিয়া আকুল কৃষ্ণ পাছে পাছে ধায় ॥ সখীগণ আগে যাএ পাছে রাধ চলে। আগু বাড়ি ধরিলেক রাধার অঞ্চলে। এড় (২) এড় করি রাধা বোলে পরিহর । কেনে বিপরীত কর নন্দের কুমার। পরাশর-মৃত ব্যাস নারায়ণ-অংশ। সঙ্ক্ষেপে রচিল শ্লোক-হরিবংশ ৷ সেই শ্লোক-বাখান করিয়া বন্দে । শ্লোক বুঝিবারে কহে দীন ভবানন্দে ॥ (১) কাচলীতে দশাবতারের চিত্র অঙ্কিত হওয়ার কথা প্রাচীন বঙ্গসাহিত্যের অনেক স্থলেই পাওয়া যায়। কবিকঙ্কণ-চণ্ডীতে ভগবতীর বর্ণনায় ঠিক এই সকল কথা আছে । (২) এড় = ত্যাগ কর ।