পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—বিক্রমাদিত্য-কালিদাস-প্রসঙ্গ—১৭শ শতাব্দীর শেষভাগ। ১৩৭৯ দেখি তবে মহারাজা বিস্ময় হইল। রাজপুত্র গুণবানে জিজ্ঞাসা করিল। কবিতা শুনিঞ তুমি কেনে ধন দিলে। তাহা শুনি রাজপুত্র সকল কথা বলে। দ্বাবিংশতি বয়স হইল রাজা না হইল নাম। বাপে কাটি রাজা হব মনে করেছিলাম ॥ অল্পে অখ্যাতি রাখা কবিতায় বুদ্ধি পাইলাম। তথির কারণে আমি এত ধন দিলাম ॥ আপন কস্তারে কহে কেনে দিলে হার । রাজার প্রশ্ন ও উত্তর। তাহা শুনি রাজকন্ত কহে সারোদ্ধার ॥ বয়স বিংশতি বৎসর বিভা না হইল। আত্মঘাতী হব আমি মনে ইচ্ছা ছিল ৷ কবিতায় বুদ্ধি পাইনু পরে অবত হবে। আপনার গলার হার দিলাম এই ভাবে ॥ কোটাল-পুত্রে কহেন কেন মাল্যে তুমি চড়। কহে তব পুত্ৰ তনয় বিদ্যায় তৎপর ॥ ভাব বুঝি ধন দিলেন সভাই মান্তেতে। না শিখাইল বিদ্যা পিতা না বুঝি করিতে ॥ সেই রাগে পিতার গালে মারিয়াছি চড়। কোটালের প্রতি রাজা কহেন সত্বর ॥ চড় খায়্যা কান্ধে লয়্যা কি লাগি নাচিলে। মুখ পুত্র যমের স্বরূপ কোটাল তবে বলে। মস্তক না কাটি মোর চড়ে রক্ষা কৈল। ইহার উপরে পুনঃ রাগ নহে ভাল ॥ হাসি মহারাজা নর্তকীরে ধন দিল । আপন মনে রাজ্য ভোগ করিতে লাগিল ॥