পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিবিধ—মহারাষ্ট্র-পুরাণ—১৮শ শতাব্দীর মধ্যভাগ।
১৪২৫

উকীল আসিয়া পরে কহিল নবাবের তরে
রণ করিতে সেহ চাহে।
এতেক শুনিঞা যবে নবাব জানিল তবে
ডাক দিয়া জমাদারে কহে॥
যত জমাদার ছিল তারে নবাব কহিল
চৌথাই চাহে বারে বারে।

যতেক সরদার ছিল তারা সব কহিল
সেই টাকা দেহ সিপাএরে॥
আমরা যত লোকে মারিব বর্‌গীকে
দেশে যেন আইস্তে নাই পারে।
বর্‌গী সব মারিব দেশে আইস্তে না দিব
কি করিতে পারে ভাস্করে॥
শুনিঞা এতেক বাণী সস্তুষ্ট হইল তিনি
কহিতে লাগিলা ভাল ভাল।
পাণ-বাটা কাছে ছিল পাণ তুইলা সভারে দিল
বিদায় হইয়া সভে আইল॥

এথা ভাস্কর সরদারে ডাক দেয় জমাদারে
কহিতে লাগিল তা সভারে।
তোমরা কত জনা চতুর্দ্দিগে দেয় থানা
কত জনা যায় লুটিবারে।
সরদারে কহে এত সাজে জমাদার যত
চতুর্দ্দিকে যায় লুটিবার।
সাজিল যত জন শুন তার বিবরণ
একে একে নাম বলি তার॥


১৭৯