পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—উষাহরণ—১৮শ শতাব্দী। ›8ኟዓ নিম্ব-পত্র নিম্ব-ফল আনিয়া যতনে। আমলকী-ফল তবে আনিব তখনে ॥ সম-ভাগে লই তারে করিবেক গুড়া। -- তিন তোলা প্রমাণে খাইব তার ছুরা। দুই তোলা জল তবে করিব অনুপান । খণ্ডিবেক মহাব্যাধি এই সন্নিধান ॥ এইরূপ প্রত্যেক রোগেরই একাধিক প্রয়োগ নির্দিষ্ট হইয়াছে। যেখানে পদ্য করিবার সুযোগ হয় নাই সেখানে লেখক কেবল “তবে খণ্ডে” বা “অমুক রোগ খণ্ডে” এই টুকু লিখিয়াই ক্ষান্ত হইয়াছেন। নিম্নে একটা দৃষ্টান্ত দেওয়া গেল। দন্ত-শূল-চিকিৎসা । সাবিত্রীর পত্র আনিবে যত্নতে । দন্ত চাপাইয়া তারে রাখিব সেই ক্ষণে ॥ তবে দন্ত-শূল খণ্ডে । জীবন মৈত্ৰেয়ের উষা-হরণ। এই পুথি শ্ৰীযুক্ত হরগোপাল দাস কুণ্ডু মহাশয়ের সংগৃহীত। কবির নিবাস বগুড়া । মদনদেবের বেট (১) মুখ-পদ্ম চন্দ্র-ছট আইলেন উষার বাসরে। শূন্ত-পথে ভর করি আইলা উষার পুরী into প্রহরী জাগিছে থরে থরে ॥ রথখান দূরে রাখি অন্তর হইল সুখী প্রবেশিল উষার বাসরে ॥ দেখিয়া উষার ঠাম মদনে হানিল বাণ নয়ান ভরিয়া রূপ দেখে । কখন উষার তরে বাহু পসারিয়া ধরে কখন বা চুম্বন দেয় মুখে৷ (s) जनिकृन्न। . – , o,