পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণচন্দ্রীয় যুগ—ভারতচন্দ্র—১৭১২-১৭৬০ খৃঃ। >8○° তীরে উত্তরিল (১) তরি তারা উত্তরিলা (২) । পূৰ্ব্বমুখে মুখে গজ-গমনে চলিলা ॥ সেউতী লইয়া কক্ষে চলিল পাটুনী। পিছে দেখি তারে দেবী ফিরিলা আপনি ॥ সভয়ে পাটুনী কহে চক্ষে বহে জল। দিয়াছ যে পরিচয় সে বুঝিনু ছল ৷ হের দেখ সেউতীতে থুইয়াছিলে পদ। কাঠের সেউতী মোর হৈল অষ্টপদ (৩) ৷ ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়। দয়ায় দিয়াছ দেখা দেহ পরিচয় ॥ তপ জপ জানি নাহি ধ্যান জ্ঞান আর । তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার। যে দয়া করিল মোর এ ভাগ্য-উদয় । সেই দয়া হৈতে মোরে দেহ পরিচয়। (৪) ছাড়াইতে নারি দেবী কহিলা হাসিয়া। কহিয়াছি সত্য কথা বুঝহ ভাবিয়া ॥ আমি দেবী অন্নপূর্ণ প্রকাশ কাশীতে। চৈত্র মাসে মোর পূজা শুক্ল-অষ্টমীতে। কত দিন ছিনু ( আমি ) হরিহোড়ের নিবাসে। ছাড়িলাম তার বাড়ী কন্দলের ত্রাসে ॥ ভবানন্দ মজুদার নিবাসে রহিব। বর মাগ মনোনীত যাহা চাহ দিব । প্ৰণমিয়া পাটুনী কহিছে যোড়-হাতে। আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে ॥ তথাস্তু বলিয়া দেবী দিলা বরদান । ছধে-ভাতে থাকিবেক তোমার সন্তান। (১) পৌছিল। (২) অবতরণ করিলেন। (৩) সোণা। (৪) আমি তপ জপ জানি না, শুধু নিজ-দয়াগুণে দেখা দিয়াছ। যে দয়ায় আমি তোমার দর্শন পাইয়াছি, সেই দয়াতেই তুমি বল তুমি কে ।