পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন সঙ্গীত—কবির গান–রাম বস্থ—১৭৮৬-১৮২৮ খৃঃ । >QQs) তুলিয়ে বদন, নাহি খায় তৃণ, আছে যেন হীন-চেতনে ॥ হায় কিসের লাগিয়ে, বিদরে হিয়ে, উঠি চমকিয়ে সঘনে ॥ অকস্মাৎ একি প্রেম উপজিল, সলিল বহিছে নয়নে ॥ আর একদিন শু্যামের ঐ বঁাশী বেজেছিল কাননে ॥ কুল-লাজ-ভয় হরিলে তাহাতে, মরিতেছি গুরু-গঞ্জনে ॥ রাম বস্থর গান। রামবন্ধ গঙ্গার পশ্চিম পারে, সালকে গ্রামে ১৭৮৬ খৃঃ অব্দে জন্মগ্রহণ করেন। ১৮২৮ খৃঃ অব্দে তাহার মৃত্যু হয়। কেন আজ কেন্দে গেল বংশীধারী। । বুঝি অভিপ্রায় বঁধু ফিরে যায় সাধের কালা-চাদকে কি বলেছে ব্রজকিশোরী ॥ রাধা-কুঞ্জে দ্বারী হয়েছিল গোপীকায়। শু্যামের দশা দেখে এলেম রাহ সুধাই গো তোমায় ॥ মণিহারা ফণী প্রায় মাধব তোমার । প্রিয়া দাসী বলে বদন তুলে চাইলে না একবার ॥ শ্ৰীমুখে ঐরাধা নাম গলে পীতবাস দেখে মুখ ফাটে বুক আ মরি মরি ॥ দাড়াও দাড়াও প্রাণনাথ বদন চকে যেও না । তোমায় ভালবাসি তাই, চোখের দেখা দেখতে চাই, কিছু কাল থাক থাক বোলে-ধরে রাখবো না । শুধু দেখা দিলে তোমার মান যাবে না— তুমি যাতে ভাল থাক সেই ভাল, গেলো গেলো বিচ্ছেদে প্রাণ আমারি গেল— তোমার পরের প্রতি নির্ভর, আমিত ভাবি নে পর, তুমি চক্ষু মুদে আমায় দুঃখ দিও না । (১) (১) নায়ক লজ্জায় চক্ষু মুদিত করিয়াছিলেন।