পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৬৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় । জৈমিনিঃ। ২৮ ॥ বিশ্বসংসারের নর অর্থাৎ কর্তা বৈশ্বানর শব্দের সাক্ষাৎ অর্থ আর অগ্র্য অর্থাৎ উত্তম জন্ম দেন অগ্নি শব্দের অর্থ এই দুই সাক্ষাৎ অর্থের দ্বারা বৈশ্বানর ও অগ্নি শব্দ হইতে পরমাত্মা প্রতিপাদ্য হইলে অর্থ বিরোধ হয় নাই এমত জৈমিনিও কহিয়াছেন । ২৮ ॥ যদি বৈশ্বানর এবং অগ্নি শব্দের দ্বারা পরমাত্মা তাৎপৰ্য্য হয়েন তবে সৰ্ব্বব্যাপক পরমাত্মার প্রাদেশ মাত্র হওয়া কিরূপে সম্ভব হয়। অভিব্যক্তেরিত্যাশ্মরথ্যঃ । ২৯ আশ্মরথ্য কহেন যে উপলব্ধি নিমিত্ত পরমাত্মাকে প্রাদেশ মাত্ৰ কহ অনুচিত নহে। ২৯ ॥ অনুস্কৃতেৰ্ব্ব দরিঃ ৩০ পরমাত্মাকে প্রাদেশ মাত্ৰ কহ অনুস্মৃতি অর্থাৎ ধ্যান নিমিত্ত বাদরি মুনি কহিয়াছেন। ৩০ ॥ সংপত্তেরিতি জৈমিনিস্তথাহি দর্শয়তি । ৩১ উপাসনার নিমিত্ত প্রাদেশ মাত্র এরূপে পরমাত্মাকে কহ সুসিদ্ধ বটে জৈমিনি কহিয়াছেন এবং শ্রুতিও ইহা কহিয়াছেন। ৩১ ॥ আমনন্তি চৈনমস্মিন। ৩২ পরমাত্মাকে বৈশ্বানর স্বরূপে শ্রুতি সকল স্পষ্ট কহিয়াছেন তথাহি তেজোময় অমৃতময় পুরুষ অগ্নিতে আছেন অতএব সৰ্ব্বত্র পরমাত্মা উপাস্ত হয়েন। ৩২ ॥ ইতি প্রথমাধ্যায়ে দ্বিতীয়ঃ পাদঃ। রাসমুন্দরীর জীবনী। ( রাসমুন্দরী হাইকোর্টের উকীল ত্রযুক্ত কিশোরীলাল সরকার মহাশয়ের মাতা । ইহার স্বরচিত জীবন-চরিত প্রাচীন কালের সরল গদ্য-রচনার আদর্শস্বরূপ। এরূপ অনাড়ম্বর সহজ সুন্দর ভাষা প্রাচীন রমণীরা লিখিতে পারিতেন, ইহা আমাদের পূৰ্ব্বতন স্ত্রীশিক্ষার গৌরব প্রদর্শন করিতেছে। রাসমুন্দরী ১৮১০ খৃষ্টাব্দে জন্ম গ্রহণ করেন। যদিও তাহার আত্ম-জীবনী ১৮৫০ খৃষ্টাব্দের পরে প্রকাশিত হয়, তথাপি এই পুস্তকের প্রথমাৰ্দ্ধ উক্ত সময়ের পূৰ্ব্বেই বিরচিত হইয়াছিল,—এজন্ত আমরা তাহা হইতে কতকাংশ নিম্নে উদ্ধৃত করিলাম। ) চারি পাচ বৎসর পর্য্যন্ত আমার শরীরের অবস্থা এবং মনের ভাব কি প্রকার ছিল তাহা আমি কিছুই জানিন সে সমুদায় আমার মা জানেন। পরে যখন আমি ছয় সাত বৎসরের ছিলাম তখনকার কথা আমার কিছু কিছু মনে আছে। যাহা আমার মনে আছে তাহাই লিখিতেছি।