পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট—জয়কৃষ্ণ দাসের বৈষ্ণব-দিগদর্শন—১৭শ শতাব্দী। >b〜ミQ যেহি বর চাহ তুমি সেহি বর দিব। ক্রোধ ক্ষেমা কর মুখী তাতে হব ॥ বর দেহ রাজা মোরে করি নিবেদন । ভরত করিব রাজা রাম দেহ বন ॥ চতুর্দশ বৎসর রাম করিবে বনবাস। ভরতক করেন রাজা তবে পূরে আশ ॥ পূৰ্ব্ব নিরোপিত কৰ্ম্ম কে খণ্ডাষ্টতে পারে। কামে মুগ্ধ হৈয়া বর দিলেন কৈকেয়ীরে ॥ জয়কৃষ্ণ দাসের বৈষ্ণব-দিগদর্শন। ( ১০০ বৎসরের প্রাচীন পুথি হইতে সংগৃহীত। ) ১৩১৭ সালের ৪র্থ সংখ্যক সাহিত্য-পরিষৎ পত্রিকার ২২২ পৃষ্ঠায় জয়কৃষ্ণ দাসের ভুবনমঙ্গলের যে পরিচয় আছে, এই গ্ৰন্থখানি তাহ হইতে অভিন্ন বলিয়া বোধ হয়। তাহা হইলে কবির নিবাস হুগলী জেলার গড়বাড়ী গ্রাম । চৈতন্য-পাশ্বচরগণের জন্মস্থান-নির্ণয়। নবদ্বীপে জন্ম প্রভু নিশ্চয় জানিয়া। স্থানে স্থানে পারিষদ জন্মেন আসিয়া ॥ জনমিল কমলাক্ষভট্ট শান্তিপুরে। অদ্বৈত বলিয়া তার বিখ্যাত সংসারে ॥ দীপান্বিত অমাবস্তা কাৰ্ত্তিক মাসেতে। অনুরাধা নক্ষত্রেতে মঙ্গল বারেতে ॥ একচাকা থলতপুরেতে নিত্যানন্দ । জনম লভিলা প্রভু আনন্দের কন্দ ॥ পরমাননা ঘরে জন্মিলেক আসিয়া । যার প্রসিদ্ধ নাম হাড়াই পণ্ডিত বলিয়া ॥ জনম লভিলা পদ্মাবতীর উদরে। মাঘ শুক্ল ত্রয়োদশী ভূমিস্ত বারে ॥ কুবের বলিঞা নাম জনক রাখিল । স্বভাব-প্রকাশ নাম নিত্যানন্দ হইল ॥ বাল্যদশা তেহে প্রভু বালকের সনে । কৃষ্ণলীলা খেলা যে খেলেন দিনে দিনে ॥

  • * >