পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ֆե-ԳՀ বঙ্গ-সাহিত্য-পরিচয় । শাস্ত্র বহুতর কলিযুখে আয়ু অল্প। অতএব মহারাজ ছাড় জপ কল্প ৷ ধ্যান ভূতশুদ্ধি মন্ত্র হাস প্রাণায়াম। অভ্যাস করিয়া পূজ পদ মুক্তি-ধাম ॥ পরাভক্তি মহারাণী তাকে আশ্রাইয়া । আমাকে মনের সহ সঙ্গেতে লইয়া ॥ স্থির হইয়া ভজন করন্থ তার পদ। খসিবেক জাল পাশ ঘুচিবে আপদ । মন বলে গ্রন্থ বিনা মৰ্ম্ম নাহি জানে। সঙ্কেতে গ্রন্থ সৃষ্টি করহ নির্জনে ॥ শুনহে মহিমা তার অতি সংক্ষেপেতে । কহে রামগতি সেন বর্ণ পঞ্চাশেতে ॥ ইতি মায়া-তিমির-চন্দ্রিকায়াং মায়া-জালাষ্টপাশছেদনোপায়-প্রসঙ্গে চতুর্থ কলা নাম চতুর্থ উল্লাস। আনন্দময়ী । অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ । ইহার সম্বন্ধে বিশেষ বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের ৬০৭-৬১৮ পৃষ্ঠায় দ্রষ্টব্য। উমার বিবাহ । গীত । প্রভাত সময় জানি গিরিরাজরাণী । অতি হরষিতে অতি পীযুষের বাণী ॥ মায়! (১) সব যায় আইস নিমন্ত্রণ কর । স্ত্রী-আচার রীত নানা গীত মঙ্গলের ॥ শুনি হরষিতে সবে অমনি ধাইল । অমর নগর আদি সৰ্ব্বত্র বলিল ॥ আসিল অনেক আর দেবখষি-নারী। গন্ধবরা কিন্নরী কত স্বৰ্গ-বিদ্যাধরী ॥ যত নারী দীর্ঘকেশী ভুরু-ভূজঙ্গিনী । তিলপুষ্প জিনি নাসা কুরঙ্গ-নয়নী ॥ (১) মেয়ে।