পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

পথে পথে দিলে পরশের দান,
ধূলিরে করিলে ধন্য।
যেথা আস তুমি, বীর,
জাগে তব মন্দির—
বর্ণছটায় মাতে মহাকাশ,
স্তব করে মহারণ্য।
একি লীলা, হে বসন্ত।
অনেক ভুলায়ে নিমেষে সহসা
দেখালে আপন পন্থ।

ছিনু পথ চেয়ে বহু দুখ সয়ে,
আজ দেখি একি দৃশ্য-
শক্তি তোমার সুন্দর হয়ে
জিনিল কঠিন বিশ্ব।
তব পুষ্পিত তরু
জয় করি নিল মরু—
মূক চিত্তের জাগাইলে গান,
কবি হল তব শিষ্য।
একি লীলা, হে বসন্ত।
যা ছিল শ্রীহীন দীপ্তিবিহীন
করিলে প্রজ্বলন্ত।

১২৩