পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রথম ছত্র
সে-যে কাছে এসে চলে গেল, তবু জাগি নি ১৬৯
হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা ১০৬
হিমগিরি ফেলে নীচে নেমে এলে কিসের জন্য ১১৯
হিমালয়গিরিপথে চলেছিনু কবে বাল্যকালে ৫৪
হিমের রাতে ঐ গগনের দীপগুলিরে ১০৯
হৃদয় আমার, ঐ বুঝি তোর ফাল্গুনী ঢেউ আসে ১৮৮
হৃদয় আমার, ঐ বুঝি তোর বৈশাখী ঝড় আসে ৭৪
হে পবন, কর নাই গৌণ ১৪৭
হে বসন্ত, হে সুন্দর, ধরণীর ধ্যান-ভরা ধন ১২৫
হে মাধবী, দ্বিধা কেন, আসিবে কি ফিরিবে কি ১৬২
হে মেঘ, ইন্দ্রের ভেরী বাজাও গম্ভীর মন্দ্রস্বনে ১৪৬
হে সন্ন্যাসী, হিমগিরি ফেলে নীচে নেমে এলে ১১৯
হে হেমন্তলক্ষ্মী, তব চক্ষু কেন রুক্ষ চুলে ঢাকা ১০৭
হেমন্তেরে বিভল করে কিসে ১০৩