পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

বনবাণী

লিখিতেছি নিজ মনে-
হেরি তাই আঁখিকোণে
অবজ্ঞায় ফিরে যাও চলি।
বোঝ না, লেখনী ধরি
কী যে এত খুঁটে মরি,
আমারে জেনেছ মূঢ় বলি।


সেই ভালো জান যদি তাই,
তাহে মোর কোনো খেদ নাই।
তবু আমি খুশী আছি
আস তুমি কাছাকাছি,
মোরে দেখে নাহি কর ত্রাস।
যদিও মানব, তবু
আমারে কর না কভু
দানব বলিয়া অবিশ্বাস।
সুন্দরের দূত তুমি,
এ ধূলির মর্তভূমি,
স্বর্গের প্রসাদ হেথা আন-
তবুও বধি না তোরে,
বাঁধি না পিঞ্জরে ধ’রে,
এও কি আশ্চর্য নাহি মান।


কাননের এই এক কোণা,
হেথায় তোমার আনাগোনা।

৪৩