পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

বনবাণী

দেখি যে পথিকের
মতোই তাকে,
থাকা ও না-থাকার
সীমায় থাকে।
ফুলের মতো ও যে,
পাতার মতো-
যখন যাবে, রেখে
যাবে না ক্ষত।

নাইকো রেষারেষি
পথে ও ঘরে,
তাহারা মেশামেশি
সহজে করে।
কীর্তিজালে-ঘেরা
আমি তো ভাবি,
তোমার ঘরে ছিল
আমারো দাবি-
হারায়ে ফেলেছি সে
ঘুর্ণিবায়ে
অনেক কাজে আর
অনেক দায়ে।

[ শান্তিনিকেতন
চৈত্র ১৩৩৩ ]


৫৩