পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

নটরাজ

দুহিয়া লয়েছ গগনধেনুরে,
ঝরায়ে দিয়েছ শিরীষরেণুরে,
উদাস করেছ রাখালবেণুরে
তৃষ্ণাকরুণ সারঙ তানে।


শীর্ণ নদীর গেল সঞ্চয়,
ঝিরিঝিরি জল ধীরিধীরি বয়,
আকুলিয়া উঠে কাননের ভয়
ভীরু কপোতের কাকলিগানে।


ধূসরবসন, হে বৈশাখ,
রক্তলোচন হে নির্বাক্,
শুষ্ক পথের দানব দস্যু,
শুষে নিতে চাও হাসি ও অশ্রু,
ইঙ্গিতে দাও দারুণ ডাক।

৭৩