পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

নটরাজ

কঠোর, তুমি মাধুরী-সাধনাতে
মগন হয়ে রয়েছ দিনে রাতে।
নীরস কাঠে আগুন তুমি জ্বাল,
আঁধার যাহা করিবে তারে আলো-
অশুচি যাহা যা-কিছু আছে কালো
দহিবে তারে, সুদূরে যাবে ভাগি।
মাধুরীধ্যান পরানে তব জাগি।

৭৯