পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: কত নব নব অবগুণ্ঠনের তলে দেখিয়াছ কত ছলে চুপে চুপে এক প্রেয়সীর মুখ কত রূপে রূপে জন্মে জন্মে, নামহারা নক্ষত্রের গোধূলি-লগনে। তাই আজি নিখিল গগনে অনাদি মিলন তব অনন্ত বিরহ এক পূর্ণ বেদনায় ঝঙ্কারি’ উঠিছে অহরহ। তাই যা দেখিছ তা’রে ঘিরেচে নিবিড় যাহা দেখিছ না তারি ভিড় । তাই আজি দক্ষিণ পবনে ফাল্গুনের ফুলগন্ধে ভরিয়া উঠিছে বনে বনে ব্যাপ্ত ব্যাকুলতা, বহুশত জনমের চোখে-চোখে কানে-কানে কথা ৭ই ফাল্গুন, ১৩২২ . শিলাইদহ 9\ہ ھ