পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাক যৌবন রে, রয়েচ কোন তানের সাধনে ? তোমার বাণী শুষ্ক পাতায় রয় কি কভু বাধা পুথির বাঁধনে ? তোমার বাণী দখিন হাওয়ার বীণায় অরণ্যেরে আপনাকে তা’র চিনায়, তোমার বাণী জাগে প্রলয়-মেঘে ঝড়ের ঝঙ্কারে ; ঢেউয়ের পরে বাজিয়ে চলে বেগে বিজয়-ডঙ্ক। রে । যৌবন রে, বন্দী কি তুই আপন গণ্ডীতে ? বয়সের এই মায়াজালের বাধনখান তোরে হবে খণ্ডিতে । খড়গসম তোমার দীপ্ত শিখা ছিন্ন করুক জরার কুজ ঝটিকা, জীর্ণতারি বক্ষ দু-ফাক করে অমর পুষ্প তব আলোকপানে লোকে লোকান্তরে ফুটুক নিত্যনব । যৌবন রে, তুই কি হবি ধূলায় লুষ্ঠিত ? আবর্জনার বোঝা মাথায় আপন গ্লানি-ভারে রইবি কুষ্ঠিত ?