পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वजोंक ওরে কবি, তোরে আজ করেচে উতলা কঙ্কারমুখর এই ভুবন-মেখলা, অলক্ষিত চরণের অকারণ অষারণ চলা।। নাড়ীতে নাড়ীতে তোর চঞ্চলের শুনি পদধ্বনি, बुझ डात्र उळ ब्रनब्रनिT "" নাহি জানে কেউ রক্তে তোর নাচে আজি সমুদ্রের ঢেউ, কাপে আজি অরণ্যের ব্যাকুলতা ; মনে আজি পড়ে সেই কথা— যুগে যুগে এসেচি চলিয়া স্থলিয়া স্থলিয়া চুপে চুপে রূপ হ’তে রূপে প্রাণ হ’তে প্রাণে । নিশীথে প্রভাতে ষা কিছু পেয়েচি হাতে এসেচি করিয়া ক্ষয় দান হ'তে দানে, গান হ’তে গানে । ওরে দেখ, সেই স্রোত হয়েচে মুখর, তরণী কঁাপিছে থরথর ।