পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চোরা-ধন দুৰ্ব্বহ সে ভার পলে পলে তাহাদের মৰ্ম্ম দলে, সাধ্য নাহি রহে নামাবার। তোমারে কাদিয়া তবে কহি বারস্বার,-- এদের মার্জন কর, হে রুদ্র আমার ! চেয়ে দেখি মার্জনা যে নামে এসে প্রচণ্ড ঝঞ্ঝার বেশে ; সেই ঝড়ে ধূলায় তাহারা পড়ে ; চুরির প্রকাণ্ড বোঝা খণ্ড খণ্ড হ’য়ে সে বাতাসে কোথা যায় ব’য়ে ? হে রুদ্র অামার, মার্জনা তোমার গর্জমান বজাগ্নিশিখায়, সূৰ্য্যাস্তের প্রলয়লিখায়, রক্তের বর্ষণে, অকস্মাৎ সংঘাতের ঘর্ষণে ঘর্ষণে । २२हे পৌষ, \లిS) শান্তিনিকেতন বলীক