পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলস্যের ভরে ফেলে গেচি ভাঙা খেলাঘরে । তবু তুমি দিলে, শুধু দিলে, শুধু দিলে, বলাকা তোমার দানের পাত্রে নিত্য ভরে’ উঠিছে নিখিলে । অজত্ৰ তোমার সে নিত্য দানের ভার আজি আর পারি না বহিতে । পারি না সহিতে এ ভিক্ষুক হৃদয়ের অক্ষয় প্রত্যাশা, দ্বারে তব নিত্য যাওয়া-আসা । যত পাই তত পেয়ে পেয়ে তত চেয়ে চেয়ে পাওয়া মোর চাওয়া মোর শুধু বেড়ে যায় ; অনন্ত সে দায় সহিতে না পারি হায় জীবনে প্রভাত সন্ধ্য। ভরিতে ভিক্ষায় । লবে তুমি, মোরে তুমি লবে, তুমি লবে, এ প্রার্থন। পরাইবে কবে ?