পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ8 কত লক্ষ বরষের তপস্যার ফলে ধরণীর তলে ফুটিয়াছে আজি এ মাধবী। এ আনন্দচ্ছবি যুগে যুগে ঢাকা ছিল অলক্ষ্যের বক্ষের আঁচলে সেই মত আমার স্বপনে কোনো দূর যুগান্তরে বসন্ত-কাননে কোনো এক কোণে এক বেলাকার মুখে একটুকু হাসি উঠিবে বিকাশি– এই আশা গভীর গোপনে আছে মোর মনে । २७* পৌষ, ১৩২১ শান্তিনিকেতন বলাক