পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাক যেখানেতেই পালাই আমি গোপনে দিনে কাজের আড়ালাতে, রাতে স্বপনে, তলব তারি আসে নিশ্বাসে নিশ্বাসে । তাই জেনেচি, আমি তাহার নইক অজানা । তাই জেনেচি, ঋণের দায়ে ডাইনে বায়ে বিকিয়ে বাসা নাইক আমার ঠিকানা । তাই ভেবেচি জীবনমরণে যা আছে সব চুকিয়ে দেবে চরণে । তাহার পরে নিজের জোরে নিজেরি স্বত্বে মিলবে আমার আপন বাসা র্তাহার রাজত্বে । ২২এ মাঘ, ১৩২১ পদ্মাতীর ዓወት