পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাকা రివ আজ এই দিনের শেষে সন্ধ্য যে ঐ মাণিকখানি পরেছিল চিকণ কালো কেশে গেথে নিলেম তা’রে এই ত আমার বিনিসূতার গোপন গলার হারে। চক্রবাকের নিদ্রানীরব বিজন পদ্মাতীরে এই যে সন্ধ্যা ছুইয়ে গেল আমার নতশিরে নিৰ্ম্মাল্য তোমার আকাশ হ’য়ে পার ; ঐঘে মরি মরি তরঙ্গহীন স্রোতের পরে ভাসিয়ে দিল তারার ছায়াতরী ; ঐ যে সে তা’র সোনার চেলি দিল মেলি* রাতের আঙিনায় ঘুমে অলস কায় ; ঐ যে শেষে সপ্তঋষির ছায়াপথে কালো ঘোড়ার রপে উড়িয়ে দিয়ে আগুন-ধূলি নিল সে বিদায় ; نمي شو