পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ >のa ১১। (১) সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্ৰযোগে মেয়র স্বীয় পদত্যাগ মেয়র, ইত্যাদির করিতে পারিবেন। পদত্যাগ (২) * * *] কোন কমিশনার মেয়রের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্ৰযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৩) প্রাপক যে তারিখে পদত্যাগ পত্র পাইবেন সেই তারিখ হইতে পদত্যাগ o কার্যকর হইবে। &

  • [১২। (১) মেয়র বা কোন কমিশনার তাহার স্বীয় পদ হইতে মেয়র এবং অপসারণযোগ্য হইবেন, যদি তিনি- কমিশনারগণের

অঞ্চল (ক) যুক্তিসংগত কারণ ব্যতিরেকে কর্পোরেশনের পর পর তিনটি সভায় ২ অনুপস্থিত থাকেন; অথবা oSA (*) কর্পোরেশন বা রাষ্ট্রের স্বর্থ হানিকর কোন কাজে জড়িত থাকেন অথবা দুনীতি বা অসদাচরণ জনিত অপরাধে দোষী সাব্যস্ত হইয়া সাজা প্রাপ্ত হইয়া থাকেন; অথবা o (গ) তাহার দায়িত্ব পালন করতে অস্বীকার করেন অথবা শারীরিক বা মানসিক অসামর্থের কারণে তাহার দায়িত্ব পালনে অক্ষম হন; অথবা o (খ) অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারের দেষে দোষী হন অথবা কর্পোরেশনের কোন অর্থ বা সম্পত্তির কোন ক্ষতিসাধন বা উহা আত্মসাতের বা অপপ্রয়োগের জন্য দায়ী হন। ব্যাখ্যা - এই উপ-ধারায় অসদাচরণ” বলিতে ক্ষমতার অপব্যবহার, দুনীতি, স্বজনপ্রীতি এবং ফুকন বুঝাইবে। o (২) মেয়র বা কোন কমিশনারকে উপ-ধারা (১) এ উল্লিখিত কোন কারণে অপসারণ করা যাইবে না যদি প্রয়োজনানুরূপ তদন্ত অনুষ্ঠানের পর, সরকার কহিজলগা জহক আলাবােল কানাক o তবে শর্ত থাকে যে, উক্তরূপ ঘোষণার পূর্বে মেয়র বা কমিশনারকে হল। e$

  • “ডেপুটি মেয়র বা, সরকারী কর্মকর্তা কমিশনার ব্যতীত, অন্য” শব্দগুলি ও কমাগুলি রাজশাহী সিটি কর্পোরেশন

(সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ১০ ধারাবলে বিলুপ্ত।

  • ধারা ১২ রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ১১ ধারাবলে

প্রতিস্থাপিত।